আর্কাইভ  সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫ ● ১০ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫
হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রায় ২৭ নভেম্বর

প্লট বরাদ্দে দুর্নীতি
হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রায় ২৭ নভেম্বর

হাসিনা-রেহানা-টিউলিপের মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর

হাসিনা-রেহানা-টিউলিপের মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর

রাজনীতি ছেড়ে 'পাপমুক্ত' হতে দুধ দিয়ে গোসল!

রাজনীতি ছেড়ে 'পাপমুক্ত' হতে দুধ দিয়ে গোসল!

গাইবান্ধায় সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু

বুধবার, ৮ অক্টোবর ২০২৫, রাত ০৮:৩৩

Advertisement

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে বিষধর সাপের কামড়ে এনামুল হক (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত এনামুল হক উপজেলার ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া এলাকার হাবিজার রহমানের ছেলে। তিনি উপজেলার ধাপেরহাট কারিগরি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান সরকার।

চেয়ারম্যান ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত সন্ধ্যায় ৭টার দিকে এনামুল স্থানীয় মাছ ধরার উপকরণ (ঠুসি) বসিয়ে মাছ পার্শ্ববর্তী কৃষি ধানক্ষেতে যান। এ সময় তাকে সাপে কামড় দেয়। বিষয়টি এনামুল পরিবারের কাউকে না জানিয়ে চেপে রাখেন। পরে রাত ১০ টার দিকে বিষধর সাপ কামড় দিতে পারে এমন সন্দেহ হলে ঘটনাটি পরিবারের সদস্যদের জানান। পরে প্রথমে পার্শ্ববর্তী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে যাওয়ার পথে ভোররাত সাড়ে ৩টার দিকে এনামুল মারা যান।

ইদিলপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান সরকার বলেন,  বিষয়টি কাউকে না জানিয়ে চেপে রাখে এনামুল। পরে সন্দেহ হলে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুরে নেওয়ার পথেই তিনি মারা যান।

মন্তব্য করুন


Link copied