স্টাফরিপোর্টার,নীলফামারী॥ অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় যদি প্রশাসনের কোন গাফলতি থাকে তাহলে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি আসতে আসতে শুনলাম প্রশাসন বলেছে সবকিছু ঠিক আছে এখন আমরা যদি দেখি প্রশাসন ভূল তথ্য দিয়েছে এখন তাদের যদি কোন ঘাড়তি থাকে তাহলে জানতে হবে কেন ঘাড়তি ছিলো ৷
বুধবার( ১৬ জুলাই) বিকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিচার হবে, বিচারের কয়েকটা ধাপ রয়েছে। এরমধ্যে একটা ধাপ হচ্ছে জনগন কতৃক প্রতাক্ষন সেটা হয়েছে। সেই সঙ্গে আওয়ামী লীগের বিচারিক কার্যক্রম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এখন হচ্ছে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের কি বিচার হবে সেটা বিচার বিভাগ বলবে। আমরা আমাদের মত করে বিচারের যে কার্যক্রম সেটি করছি৷ আমরা দায়িত্ব নেওয়ার পরে তিন চারমাসে কোন জিনিসটা ছিলো আমাদের সাথে বিচার বিভাগ প্রশাসন কিছু আমাদের সঙ্গে ছিলো না। আমরা এই জিনিসটা এক জায়গায় নিয়ে এসে বিচারের কাজটা শুরু করে সেটা সরাসরি সম্প্রচার করেছি। যতদ্রুত সম্ভব ট্রাইবুনাল খুলে আমরা বিচার করার চেষ্টা করছি। এই বিচারটা যেন অবশ্যই আমরা থাকাকালীন সময়ে হয়।
এসময়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জান ও বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এরআগে বৈষম্য বিরোধী আন্দোলন শিক্ষার্থীরা ও জেলা এনসিপি সদস্যরা গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সৈয়দপুর বিমানবন্দরে সড়ক অবরোধ করেন। পরে দুই উপদেষ্টা ও প্রশাসনের হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নেয়।