আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

ঘোড়াঘাটে অটোভ্যান চালকের লাশ উদ্ধার

বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪, বিকাল ০৫:৪৩

Advertisement Advertisement

ঘোড়াঘাঘাট,(দিনাজপুর)প্রতিনিধিঃ জয়পুরহাট জেলার পাঁচবিবি থেকে নিখোঁজ অটোভ্যান চালক ফরহাদ হোসেনের (৩৫) লাশ ৩ দিন পর দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা একটি মাঠ থেকে উদ্ধার করছে ঘোড়াঘাট থানা পুলিশ।

বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার সিংড়া মাঠের কাজী সোহেলের জমির ড্রেন থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।নিহত ব্যক্তি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গনেশপুর বালিঘাটা গ্রামের সেকেন্দার আলীর পুত্র।পুলিশের ধারণা তাকে হত্যা করে অটোভ্যান নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
 থানা পুলিশ সূত্রে জানা যায়, স্থাানীয় লোকজন সেচ ড্রেনের মধ্যে অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন দিয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এদিকে পুলিশ বেতার বার্তা থেকে জানতে পারে নিহত ব্যক্তির বাড়ি পাঁচবিবি উপজেলাতে। পরে নিহতের ভাই ইউপি সদস্য শাহাজাহান আলী ঘটনাস্থালে এসে লাশ সনাক্ত করেন।

নিহতের ভাই শাহাজাহান আলী জানান, গত রবিবার (২১ জানুয়ারি) বিকাল থেকে তার ভাইকে পাওয়া যাচ্ছিলো না। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পরের দিন পাঁচবিবি থানায় একটি সাধারণত ডায়েরি করেন।অটোভ্যান চালক ফরহাদ গত রোববার বিকালে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। সেইদিন থেকেই নিখোঁজ ছিলেন তিনি। সোমবার নিহতের ভাই ইউপি সদস্য শাহাজাহান আলী জয়পুরহাটের পাঁচবিবি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, ধারণা করা হচ্ছে তাকে গতকাল হত্যা করা হয়েছে। তার ব্যবহারিত ভ্যান নিখোঁজ রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থাা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন


Link copied