আর্কাইভ  মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫ ● ১১ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫
রংপুর সিটি বাজার সংলগ্ন প্রধান সড়কে বর্জ্য ডাম্পিং

নগরবাসীর মাঝে তীব্র প্রতিক্রিয়া
রংপুর সিটি বাজার সংলগ্ন প্রধান সড়কে বর্জ্য ডাম্পিং

দিনাজপুরে চলন্ত ট্রেনে গলা কেটে হত্যা

দিনাজপুরে চলন্ত ট্রেনে গলা কেটে হত্যা

ভূমিকম্পের আতঙ্কে পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনি বন্ধ ঘোষণা

ভূমিকম্পের আতঙ্কে পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনি বন্ধ ঘোষণা

৩০০ আসনে প্রার্থী দেবে বৃহত্তর সুন্নি জোট: তাহেরি

৩০০ আসনে প্রার্থী দেবে বৃহত্তর সুন্নি জোট: তাহেরি

ঘোড়াঘাটে নিখোঁজের ৪ দিন পর মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, বিকাল ০৭:১৭

Advertisement

মাহতাব  উদ্দিন আল  মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে নিখোঁজের চার দিনপর হায়দার আলী (৮৫) নামে এক মসজিদের মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় মরদেহটি উপজেলার সিংড়া ইউনিয়নের রিশিঘাট এলাকার ধান ক্ষেত থেকে উদ্ধার করা হয়। মৃত হায়দার আলী উপজেলার নিশিরঘাট পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও পরিবারের লোকজন জানান, হায়দার আলী স্থানীয় এক মসজিদের মুয়াজ্জিন ছিলেন। গত শুক্রবার জুম্মার নামাজ শেষে বাড়ি থেকে গরুর ঘাস কাঁটার জন্য বের হন হায়দার আলী। তারপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিলো না। মঙ্গলবার দুপুরে স্থানীয়রা ধান ক্ষেতে আইলের পাশে হায়দার আলীর লাশ পড়ে থাকতে দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে, পুলিশ মরদেহটি উদ্ধার করে। এসময় মৃতদেহের পাশে বস্তা ভর্তি ঘাস, কাঁচি ও তার ব্যবহৃত একটি লাঠি পাওয়া যায়।

স্থানীয়দের ধারণা, হায়দার আলী দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। ধানের জমিতে ঘাস কাটার কোন এক সময়ে মৃগীর খিঁচুনি উঠে তার মৃত্যু হতে পারে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, মৃতদেহের শরীরে কোন প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন


Link copied