আর্কাইভ  রবিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৫ ● ৩০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৫
২৫ পদের ২০টিতেই জয়ী, ভিপি হলেন স্বতন্ত্রের জিতু

জাকসুও শিবিরের দখলে
২৫ পদের ২০টিতেই জয়ী, ভিপি হলেন স্বতন্ত্রের জিতু

নো ওয়েজ বোর্ড নো মিডিয়ার সঙ্গে একমত

নো ওয়েজ বোর্ড নো মিডিয়ার সঙ্গে একমত

জাকসু নির্বাচনেও জয়জয়কার ছাত্রশিবির সমর্থিত প্যানেলের

জাকসু নির্বাচনেও জয়জয়কার ছাত্রশিবির সমর্থিত প্যানেলের

বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই

বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই

চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৪

শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, রাত ১১:৪৮

Advertisement

নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।   

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। একই দিন সকাল পৌনে ৮টায় এ মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। 

গ্রেফতাররা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার আবু মুসা (৩০) ও চকরিয়া উপজেলার শাকিব আলম (২০), চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার রায়হান উদ্দিন (৪৫) ও চাঁদপুরের শাহরাস্তি থানার মো. আরিফ (২৮)।   

পাঁচলাইশ থানার ওসি মো. সোলাইমান বলেন, নগরের হামজারবাগের সঙ্গীতা সিনেমা হল এলাকায় ঝটিকা মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের স্থায়িত্ব ছিল অল্প সময়। এতে ১৫ থেকে ১৭ জন অংশ নেন। এ ঘটনায়  স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনাস্থল থেকে দুইজন এবং অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেফতার করে।   

ওসি জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। 

মন্তব্য করুন


Link copied