স্টাফরিপোর্টার,নীলফামারী॥ প্রাথমিকের ক্ষুদে শিক্ষার্থীরা তাদের নিজ হাতে গ্রাম বাংলার জীবন প্রকৃতির দৃশ্য রং তুলিতে আঁকিয়ে দিয়ে চারশত ১৫ জন শিশু শিক্ষার্থী পেল উপহার। প্রতিজনের হাতে স্কুল ব্যাগ, টিফিন বাক্স ও পানির পাত্র উপহার বিনিময় করলেন নীলফামারী জেলা প্রশাসক মোহম্মদ নায়িরুজ্জামান।
জুলাই যোদ্ধাদের স্বরণে নীলফামারী জেলা পরিষদের অর্থায়নে কিশোরীগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে গুনগত শিক্ষার অর্জন বিষয় সেমিনার। সেখানে শিক্ষার্থীদের মুখোমুখি হন জেলা প্রশাসক মোহম্মদ নায়িরুজ্জামান।
এসময় নীলফামারী জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা দীপঙ্কর রায় বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে বক্তব্যকালে উপস্থিত শিক্ষার্থীদের বলেন, নীলফামারী জেলা প্রশাসক তোমাদের ভাল কাজের জন্য উপহার দিতে চায়, তোমরা বিনিময়ে কি দিবে? শিক্ষার্থীরা ১৫ মিনিট সময় নিয়ে তাৎক্ষনিক ভাবে রং তুলিতে চিত্রায়িত গ্রাম বাংলার প্রকৃতির দৃশ্য একে ফেলে। এরপর সকল শিক্ষার্থী সমবেত হয়ে সকলেই দাঁড়িয়ে মেলে ধরে তাদের আঁকা গ্রাম বাংলার জীবন প্রকৃতির দৃশ্য। উপস্থিত অতিথিরা এমন দৃশ দেকে তাক লেগে যান। এ সময় করতালী দিয়ে শিশুদের উৎসাহিত করেন অতিথিরা।
এরপর অনুষ্ঠানে ডিসি নায়িরুজ্জামান শিক্ষার্থীদের উক্ত উপহার তুলে দেন। এসময় তিনি বলেন, প্রতিটি শিশুর মাঝে অপার সম্ভাবনা ঘুমিয়ে আছে। তোমরা ভালকে ‘হ্যা’ বলবে, মন্দকে ‘না’ বলবে। সত্য পথে চলবে আর লেখাপড়ায় মনোযোগী হবে। তা হলে এই দেশ একটি শিক্ষিত জাতিকে পরিনত হবে।
কিশোরীগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ড. মোছাঃ মাহমুদা খাতুন। এছাড়া উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট রায়হান উদ্দিন, উপজেলা কৃষি অফিসার লোকমান হাকিম, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুছ ও উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।