কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারী উপজেলা নির্বাচনে রুকনুজ্জামান শাহিন আনারস প্রতীকে ২৮ হাজার ১৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি চিলমারী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক।
বুধবার (৮ মে) চিলমারী উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রুকনুজ্জামানের নিকটতম প্রতিদ্বন্দী রেজাউল করিম কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৫৮৪ ভোট। রেজাউল করিম চিরমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এর আগে প্রথমধাপে চিলমারী উপজেলা নির্বাচনে ৪৫টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। এই উপজেলায় মোট ভোটার ১ লাখ ৯ হাজার ৪৪৪ জন।