আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

ছাত্রশিবির সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে-নীলফামারীতে শিবির সভাপতি জাহিদুল

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, রাত ০৯:০৪

Advertisement Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন ছাত্রশিবির সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য নিরলশ ভাবে কাজ করে যাচ্ছে। ছাত্রশিবিরের যত সব কার্যক্রম চলছে তাতে আমরা মূলত সততা, দক্ষতা এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির উদ্দেশ্যে আমাদের সকল অনুষ্ঠানের আয়োজন গুলোকে ডিজাইন করে থাকি। আমরা এমনই একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। 
বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় নীলফামারী সরকারি কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে কলেজ হলরুমে আয়োজিত “সেরা হওয়ার জন্য এক নিরলস অভিযান” (মতবিনিময় ও ক্যারিয়ার বিষয়ক) নামক এক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা জানান। 
দুপুর পর্যন্ত চলা ওই সভায় শিবির সভাপতি জাহিদুল ইসলাম কলেজের শিক্ষার্থীদের বলেন, আমরা এমন দেশ গড়তে চাই যেখানে কোনো ভেদাভেদ থাকবে না । শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির দাবি জানিয়ে বলেন ছাত্র রাজনীতির মাধ্যমে দেশে বড় বড় পরিবর্তন হয়েছে। ১৯৬৯ থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ, কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন ও সর্বশেষ গণঅভ্যুত্থান হয়েছে ছাত্র সংগঠন ও ছাত্র রাজনীতির কারণে। বাংলাদেশের সংবিধান ছাত্র রাজনীতি করার অধিকার দিয়েছে। ছাত্র রাজনীতি নিয়ে যে জনগণ ও সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্ট রয়েছে, তা আস্তে আস্তে কেটে যাবে। 
তিনি বলেন, গত ৫ আগস্টের পর সারাদেশে আমরা ক্যাম্পাসে সার্ভে করেছি। সেখানে শতকরা ৮০ ভাগ শিক্ষার্থী ছাত্র রাজনীতি চায় না। দীর্ঘ ১৫ বছর ছাত্র রাজনীতির কারণে যে ট্রমা তৈরী হয়েছে, সে কারণে ছাত্র রাজনীতি চায় না শিক্ষার্থীরা। ছাত্রশিবির এ সংকটকে চ্যালেঞ্জ হিসেবে কাজ করে যাচ্ছে। এজন্য শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক অবস্থা অনুধাবন ও সময় বিবেচনায় নিয়ে ক্যা¤পাসে সুন্দর পরিবেশ তৈরীতে কাজ করছে ছাত্র শিবির। তিনি আরও বলেন, ৫ আগস্টের আগে ছাত্র রাজনীতি নিয়ে যে ভীতি তৈরী হয়েছিল, তা দূর করতে কাজ করছে ইসলামী ছাত্র শিবির। গঠন ও সেবামূলক ছাত্র রাজনীতিকে এগিয়ে নিতে কাজ করা হচ্ছে। এতে থাকবে শিক্ষা ও সেবা কাজে প্রতিযোগিতা। ছাত্র শিবিরের এ কার্যক্রমকে দেশের সকল ক্যা¤পাস স্বাগত জানিয়েছে। 
তিনি বলেন, শেখ হাসিনাকে পুনর্বাসনের কথা চিন্তা করছে তাদের লোকজন। তারা আবার মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। নিঃসন্দেহে তারা বোকার স্বর্গে বাস করছে। বর্তমানে এমন এক প্রজন্ম তৈরী হয়েছে, ছোট শিশু থেকে শুরু করে যুবক শ্রেণি পর্যন্ত সকলের মাঝে ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা চিন্তা ও স্পিরিট কাজ করছে। এই জেনারেশন আগামী ২৫ থেকে ৩০ বছরেও শেষ হবে না। এই মনস্তাত্ত্বিক জায়গার সাথে যুদ্ধ করে হাসিনা হটকারী সিদ্ধান্ত নিচ্ছেন। আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে যারা চিন্তা করছেন তাদের জন্য সতর্কতা হিসেবে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, আমরা ছাত্রশিবির শুরু থেকেই বলে আসছি যে বাংলাদেশটা হবে সবার বাংলাদেশ। সবাই তার নাগরিক সুবিধাটুকু পাবে এবং নাগরিক হিসেবে সবাইকে ট্রিট করা হবে। এখানে ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী এগুলো নিয়ে কোন ভেদাভেদ থাকবে না। সকলের আদর্শ আলাদা থাকবে। কিন্তু আদর্শের নামে কেউ যেন তার অপর আদর্শ চাপিয়ে দেয়ার মানসিকতা, ফ্যাসিবাদের মানসিকতা না রাখে। এটা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। 
ক্যাম্পাসগুলোতে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদুল ইসলাম উল্লেখ করে আরও বলেন জুলাই আগস্ট যে বিপ্লব বাংলাদেশে হয়েছে নিঃসন্দেহে এটি সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের দ্বার আমাদের কাছে উন্মোচিত করেছে। বিগত সময়ের যে ফ্যাসিবাদ আমাদের উপর চেপে বসেছিল। এই ফ্যাসিবাদ মুক্ত একটা পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাসগুলোতে। সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সবাই এখন মুক্ত পরিবেশে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। আমরা চাই যে, সমাজের প্রত্যেকটি রন্ধে রন্ধে থেকে যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল সেটা বিদূরিত হবে এবং বাংলাদেশে সত্যিকার অর্থে সবার বাংলাদেশ হবে। 
শিবির ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহন করেছে মন্তব্য করে তিনি বলেন, আপনারা লক্ষ্য করেছেন নির্বাচনের জন্য ডাকসু এবং রাকসুতে একটা রোডম্যাপ দিয়েছেন ওনারা। আমরা প্রত্যাশা করব যে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজ, মেডিকেল কলেজ সব জায়গায় ধারাবাহিকভাবে ছাত্র সংসদ নির্বাচনগুলো হবে। ছাত্র শিবির ছাত্রসংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতি গ্রহণ করছে। আশা করছি সাধারণ নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসগুলোতে বাংলাদেশে ভালো একটা দ্বার উন্মোচিত হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী সরকারি কলেজ শাখার সভাপতি মো. হাসান আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির দাওয়াহ সম্পাদক মেজবাহুল করিম, নীলফামারী শহর শাখার সভাপতি শফিকুল ইসলাম, জেলা শাখার সাবেক সভাপতি আহমাদ রায়হান বক্তৃতা দেন। এসময় কেন্দ্রীয় সভাপতি অনুষ্ঠানে অংশগ্রহন করা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। 

মন্তব্য করুন


Link copied