আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

জঙ্গি অভিযান নাটক ছিলো? কী বললেন র‍্যাব মহাপরিচালক?

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, দুপুর ০৪:৫০

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: গুম খুনের অভিযোগ স্বীকার করে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চাইলো র‍্যাব সংস্থাটির মহাপরিচালক।তিনি জানান আয়না ঘর ছিল তদন্তের স্বার্থে সেটি অক্ষত রাখার পরামর্শ দিয়েছে গুম খুন কমিশন। র‍্যাব বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত এই মতামত দেন ডিজি।

সকালে কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয়ে এই মতবিনিয়ম হয়। এছাড়া সম্প্রতি মানবাধিকার লঙ্ঘন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় র‍্যাব-বিলুপ্তির অভিযোগ তুলে পুলিশ কমিশনের নিকট সুপারিশ করেছেন বিএনপি।

এর পরপরই সংবাদ সম্মেলনে আসেন র‍্যাব মহাপরিচালক।তিনি বলেন সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত গণ্য করবেন সংস্থাটি। এসময় ঘুম ও খুনের বিষয়টি প্রথমবার স্বীকার করলেন সংস্থাটির প্রধান একই সাথে র‍্যাব কর্তৃক যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং হত্যাকাণ্ডের মতো জঘন্য কাজে স্বজন হারা হয়েছেন তাদের পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি। 

আয়না ঘর ছিল এমনটা স্বীকার করেন মহাপরিচালক। গুম খুন কমিশনের নির্দেশে আলামত অক্ষুন্ন রাখা হয়েছে একই সাথে বলেন র‍্যাবের  কেউ অপরাধে জড়ালে নেয়া হবে ব্যবস্থা।

তিনি জানান ৫৮ কর্মকর্তা সহ চার হাজারের অধিক র‍্যাব সদস্য শাস্তি পেয়েছেন। জঙ্গি তৎপরতা দেশে ছিল কিনা সেই প্রশ্নের উত্তরে মহাপরিচালক বলেন দেশে জঙ্গিদের তৎপরতা ছিল,এটা সাজানো ছিল না। 

মন্তব্য করুন


Link copied