আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

জলঢাকায় জমি নিয়ে বড় ভাই গুলি করলো ছোট ভাইকে

শনিবার, ১৮ নভেম্বর ২০২৩, বিকাল ০৬:৫৬

Advertisement Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ জেলার জলঢাকা উপজেলায় দুই ভাইয়ের জমির বিরোধের জেরে বড় ভাইয়ের বন্দুকের (শর্টগান) গুলিতে ছোট ভাই সিরাজুল ইসলাম বসুনিয়া (৬০) আহত হয়েছেন। শুক্রবার(১৭ নবেম্বর) সকালে উপজেলার কৈমারী ইউনিয়নের কৈমারী বাজার গ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সিরাজুল ইসলাম বসুনিয়াকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই গ্রামের মৃত আফছার উদ্দিন বসুনিয়ার ছেলে এবং কৈমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 
স্থানীয়রা জানায়, বড়ভাই সাইদুল ইসলাম বসুনিয়ার (৬৫) সঙ্গে তার ছোট ভাই সিরাজুল ইসলাম বসুনিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল বেশ কিছুদিন ধরে। বিরোধের জেরে শুক্রবার সকালে দুই ভাইয়ের মধ্যে বাক বিতন্ডা হয়। এরই এক পর্যায়ে বড় ভাই সাইদুল ইসলাম বসুনিয়া তার লাইসেন্স করা বন্দুক (শর্টগান) বের করে ছোটভাই সিরাজুল ইসলাম বসুনিয়াকে লক্ষ করে গুলি ছোড়ে। ওই গুলি সিরাজুল ইসলাম বসুনিয়ার ডান হাত ও বুকে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কৈমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাদেকুল সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর জলঢাকা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। সাইদুল ইসলাম বসুনিয়াসহ তার বাড়ির লোকজন গা ঢাকা দিয়েছেন।’
জলঢাকা থানার ওসি মোক্তারুল আলম বলেন, ‘সাইদুল ইসলামের সর্টগানটি লাইসেন্স করা। এ ঘটনায় এখনো মামলা হয়নি। আসামীকে গ্রেপ্তারে অভিযান চলছে।’ তিনি পরিবার সহ গা-ঢাকা দিয়েছে। 

মন্তব্য করুন


Link copied