আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

জাতীয় ঐক্য বিনষ্ট হলে ফিরে আসবে ফ্যাসিস্টরা "কুড়িগ্রামে জামায়াত আমির ডা. শফিকুর রহমান "

শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, বিকাল ০৭:০১

Advertisement Advertisement

কুড়িগ্রাম  প্রতিনিধি:  জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডঃ শফিকুর রহমান বলেছেন এমন কোন কর্মকান্ড করবেন না যাতে আমাদের জাতীয় ঐক্য বিনষ্ট হয়।  চাঁদাবাজি ও দখল বাণিজ্য বন্ধ করতে হবে।


জাতীয় ঐক্য বিনষ্ট হলে পুনরায় ফিরে আসার সুযোগ পাবে ফ্যাসিস্টরা । জাতীয় ঐক্য অটুট রেখে মানবিক বাংলাদেশ গড়তে হবে। তিনি আজ সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত বিশাল কর্মী সমাবেশে এসব কথা বলেন।


তিনি বলেন, উন্নয়ন নামে আওয়ামী লীগ সরকার ২৬ লাখ কোটি টাকা পাঁচার করেছে। সেই ফ্যাসিস্টদের আশ্রয় আর বাংলার মাটিতে হবে না। আওয়ামী লীগ সরকারের আমলের সংঘটিত সকল হত্যার বিচার চাই। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এই যুদ্ধ চলবে। জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন ফারুকীর এর সভাপতিত্বে  কর্মী সমাবেশে বক্তব্য রাখেন -জামায়াত ইসলামী বাংলাদেশের  সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম,কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ব্যারিস্টার সালেহীন ও অধ্যাপক আজিজুর রহমান স্বপন


কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন,অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল,জেলা নায়েবে আমীর আজিজুর রহমান সরকার স্বপন, সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, সহকারি সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ, শাহাজালাল সবুজ ও স্থানীয় নেতৃবৃন্দ।


উক্ত কর্মী সম্মেলন সফল করতে জেলার প্রত্যেকটি ইউনিয়নের পাড়া-মহল্লা থেকে জামায়াতে ইসলামী ও সকল  সহযোগী অঙ্গ সংগঠনের  কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষী সকালে সরকারি কলেজ মাঠে  উপস্থিত হয়ে জামায়াতে আর্দশকে কুড়িগ্রামের মাঠিতে প্রমাণ করে।


প্রধান অতিথি ডা.শফিকুর রহমান আরো বলেন ১৯৭২ সালের ১০ জানুয়ারী থেকে ২০২৫ সালের ২৪ জানুয়ারী  অদ্যবধি পর্যন্ত দীর্ঘ ৫৩ বছরের  প্রত্যেকটি খুন,গুম ও অপকর্মের  বিচার বাংলার মাটিতে  হবে।  যারা বাংলাদেশের বিভিন্ন ধর্মের মানুষকে জুলুমভাবে অত্যাচার করেছে,  জমি দখল করেছেন,ভিটেমাটি থেকে উচ্ছেদ করেছে,অন্যায়ভাবে সম্পদ লুণ্ঠন,তাঁদের ইজ্জতে হাত দিয়েছে  এই দুষ্কৃতিকারীদের তালিকা তৈরি  করে জনগণের সামনে প্রকাশ করার দাবি জানান।


সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন সরকারী যেকোনো বাজেট বাস্তবায়নে অন্য কারো পকেটে যেন ৯০ ভাগ ঢুকে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। বাংলাদেশের সার্বভৌমত্বকে তাঁরা নষ্টের মুখেমুখি করেছে,কুড়িগ্রামের ফেলানী আজ সারা বিশ্বের কাছে নন্দিত।
 সকল ক্ষেত্রে সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যেতে হবে।

মন্তব্য করুন


Link copied