আর্কাইভ  বুধবার ● ২০ আগস্ট ২০২৫ ● ৫ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ২০ আগস্ট ২০২৫

জাতীয় পার্টি একটা জিন্দা লাশ, ওদের আর দরকার নেই: হাসিনা

সোমবার, ১৮ আগস্ট ২০২৫, রাত ১০:৫৪

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের তোপে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার কথা বলার একাধিক ফোন আলাপ ফাঁস হয়েছে। এবার সামনে এসেছে জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে ফাঁস হওয়া একটি ফোনালাপ।

যেখানে জাতীয় পার্টিকে ‘জিন্দা লাশ’ বলে আখ্যায়িত করেছেন শেখ হাসিনা। এই দল রেখে কি করব বলে মন্তব্য করেছেন তিনি। সেই সঙ্গে শেখ হাসিনা হুঁশিয়ারি দেন আমি একটারেও ছাড়ব না।

সোমবার (১৭ আগস্ট) প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ৫ মিনিট ২৬ সেকেন্ডের এই অডিও রেকর্ডটি পোস্ট করেছেন।

ফোনালাপে নানককে উদ্দেশ্য করে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ‘তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা।’ অপর পাশ থেকে নানক বলেন, ‘জি বলব।’ তারপর শেখ হাসিনা জিজ্ঞেস করেন, ‘মোহাম্মদপুরের বিহারী পট্টির লোকদের ভূমিকা কী?’ 

জবাবে নানক বলেন, ওদের ভূমিকা ভালো, আপা। শুধু এখানে সেন্টু কমিশনার আছে একটা, কালপ্রিট, জাতীয় পার্টির। ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে। ও (সেন্টু) তো এই এলাকার কাউন্সিলর, ওর কাছ থেকে বেনিফিট নেয়। এই গুটি কয়েক ছেলে, এই ১৫-২০টা ছেলে, ওরা সব আমাদের পক্ষে ছিল। মোহাম্মদপুরে সব ঠিক আছে, শুধু পল্লবীতে ঝামেলা।’

নানক আরও বলেন, কিন্তু আপা, সেন্টুকে ধরলে আবার জাতীয় পার্টি চ্যাতবে।’ এরপরই নানককে ধকম দিয়ে শেখ হাসিনা বলেন, ‘চুপ করো, জাতীয় পার্টি চ্যাতলে আমাদের কী আসে যায়? জাতীয় পার্টি আর কত? দরকার নাই আর ওই পার্টির। ওদের নিয়ে আর কী করব? জিন্দা লাশ। আমি এবার একটারেও ছাড়ব না।

মন্তব্য করুন


Link copied