স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ আগামী ১ জুন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নীলফামারী জেলা সিভিল সার্জন এর আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৩০ মে) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন (সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা) ডা. আবু হেনা মোস্তফা কামাল।
এ সময় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে প্রেস ব্রিফিং এ বলা হয় এবার জেলায় ৬ উপজেলা ও চার পৌরসভা এলাকায় তিন লাখ সাত হাজার ৪৫ জন শিশুর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত ৩১ হাজার ৩৯২ এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ২ লক্ষ ৭৫ হাজার ৬৫৩ শিশুকে ভিটামিন-এ খাওয়ানো হবে।
সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার আতিউর রহমান শেখ আতিক,সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল কাদের সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।