আর্কাইভ  শনিবার ● ২৩ আগস্ট ২০২৫ ● ৮ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২৩ আগস্ট ২০২৫
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

♦ যোগাযোগ রাখছেন কেন্দ্রেও
♦ নির্বাচনে আগ্রহীরা ঘুরছেন এলাকায়
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা
মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

জাবিতে বেপরোয়া রিকশার ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, রাত ১১:১৪

Advertisement Advertisement

জাবি প্রতিনিধি;  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের আফসানা করিম দ্রুতগামী রিকশার ধাক্কায় আহত হয়ে মেডিকেলে নেয়ার পথে মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে এদূর্ঘটনা ঘটে।  

মৃত শিক্ষার্থীর নাম আফসানা করিম। তিনি বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। নিহতের পিতার নাম মো. রেজাউল করিম। মাতা কিছমত আরা। তার গ্রামের বাড়ি শেরপুর জেলায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যলয়ের শহীদ মিনার প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেইট) থেকে নতুন কলাভবনের অভিমুখে ঘাতক রিকশাটি দ্রুত গতিতে এগিয়ে আসছিলো। এসময় আর একটি রিকশা ডেইরি গেইটের দিকে দ্রুত গতিতে যাচ্ছিলো। রিকশা দুটি হঠাৎ মুখোমুখি হওয়ায় গতি সামলাতে না পেরে রাস্তা হেঁটে পার হওয়া সেই শিক্ষার্থীরকে ধাক্কা মারে এবং সে গাছের উপর আছড়ে পড়ে। এতে সে গুরুতর আহত হলে প্রথমে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক ভাবে জানা যায় দুর্ঘটনায় শিক্ষার্থীর মুখের নিচের ম্যান্ডিবল, কয়েকটি দাঁত ভেঙ্গে যায় এবং মাথায় প্রচণ্ড আঘাত পায়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত ডাক্তার ডা. সাব্বির বলেন, আমরা যখন পেয়েছি তখন চোখের মনি ফিক্সড ছিল। তার হার্টবিট পাইনি, আমরা সাথে সাথে ইসিজি করি। তার বুকের উপর ভারী আঘাতের কালচে চিহ্ন ছিল। ডিউটি ম্যানেজার সবুজ জানান, সন্ধ্যা ঠিক সাড়ে সাতটায় তাকে এনাম মেডিকেলে নিয়ে আসা হয়। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। তার শরীরে মেজর কোন ইনজুরি পাইনি ৷ তবে তার দাঁত পুরো মাড়িসহ বের হয়ে এসেছে। সম্ভবত এ আঘাতে তার মৃত্যু হয়েছে। 

এই ঘটনায় ক্যাম্পাসে বেপরোয়া যান চলাচল ও প্রশাসনের অবহেলাকে দায়ী করেছেন শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রাঙ্গনে যান চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে পরিমাণ অটোরিকশা চলাচলের অনুমতি রয়েছে তারা চেয়ে প্রায় দ্বিগুণ অটোরিকশা চলছে বলে জানান শিক্ষার্থীরা। এই বিষয়ে এস্টেট শাখার আব্দুর রহমানকে একাধিক ফোনকলেও যোগাযোগ করা সম্ভব হয় নি। 

স্থানীয় সূত্র মতে মেয়েটি রাস্তা পার হচ্ছিল এই অবস্থাতে একটি দ্রুতগামী রিকশা তাকে ধাক্কা মারে এবং সে গাছের উপর আছড়ে পড়ে।

এই ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে ৫৩ ব্যাচে শিক্ষার্থীরা জড়ো হয়ে এই এই ঘটনার বিচার চেয়েছেন। তারা জানিয়েছেন এই ঘটনায় কোনভাবেই প্রশাসন দায় এড়াতে পারে না। পরবর্তীতে ক্যাম্পাসের যান চলাচল নিয়ন্ত্রণ, সড়ক উন্নয়ন ও সার্বিক নিরাপত্তার দাবিতে বিক্ষোভ মিছিল ডেকেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

মন্তব্য করুন


Link copied