আর্কাইভ  সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫ ● ১০ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫
হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রায় ২৭ নভেম্বর

প্লট বরাদ্দে দুর্নীতি
হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রায় ২৭ নভেম্বর

হাসিনা-রেহানা-টিউলিপের মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর

হাসিনা-রেহানা-টিউলিপের মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর

রাজনীতি ছেড়ে 'পাপমুক্ত' হতে দুধ দিয়ে গোসল!

রাজনীতি ছেড়ে 'পাপমুক্ত' হতে দুধ দিয়ে গোসল!

জামায়াতের দলীয় কার্যালয় পোড়ানোর ১ যুগ পর মামলা ২ জন আটক

বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ০৭:৩৯

Advertisement

কুড়িগ্রাম প্রতিনিধি:  রাজীবপুর উপজেলা জামায়াতে ইসলামী'র দলীয় কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ১২ বছর পর মামলা দায়ের করা হয়েছে। 
 
দলীয় কার্যালয় আগুনে পোড়ানোর ঘটনায় ৫০ জনের নাম উল্লেখ করে আরও শতাধিক অজ্ঞাতনামা ব্যাক্তিকে আসামী করা হয়েছে।  
 
রাজীবপুর উপজেলা জামায়াতে ইসলামী কর্মী আজাহার আলী মঙ্গলবার রাতে এ বিষয়ে রাজীবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।অভিযোগ পেয়ে মধ্যেরাতে রাজীবপুর থানা পুলিশ উপজেলার কাচারীপাড়া গ্রাম থেকে আ'লীগ কর্মী রজব আলী(৪০) কে এবং বুধবার সকালে দক্ষিন কাচারীপাড়া গ্রামের মোসলেম উদ্দিন(৬০)কে আটক করেছে।
 
মাছ চুরি ও চাঁদাবাজির অরেকটি মামলায় সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ব্যাক্তিগত সহকারী রাজীবপুরে গার্লস হাইস্কুলের শিক্ষক শাহ মোহাম্মদ  নুরুজ্জামান (লিটন) (৫৬) কেও আটক করে পুলিশ। 
 
রাজীবপুর উপজেলা জামায়াতে ইসলামী'র দলীয় সূত্রে থেকে জানা গেছে,২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী স্থানীয় আ'লীগ নেতা কর্মীরা উপজেলা শহরে অবস্থিত তাদের দলীয় কার্যালয়ে হালমা  চালিয়ে ভাঙ্গচুর  করে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয়। দলীয় কার্যালয় পোড়ানোর পরে স্থানীয় নেতাকর্মীদের নামে মিথ্যা হয়রানির মূলক মামলাও দায়ের করে।
 
দলীয় কার্যালয় পোড়ানোর ঘটনায় মামলা দায়েরকারী  জামায়াতে কর্মী আজাহার ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, মামলা হামলা করে এতদিন আমাদের নেতাকর্মীদের কোনঠাসা করে রেখেছিল আওয়ামী সরকার। তাদের পতনের পর ন্যায় বিচারের স্বার্থে অফিস পোড়ানোর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 
 
মামলা করার বিষয়ে রাজীবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মওলানা মোঃ আব্দুল লতিফ এর সাথে মুঠোফোন যোগাযোগের চেষ্টা করা হলে তার সাথে কথা বলা সম্ভব হয় নি।
 
 
রাজীবপুর থানার অফিসার ইনচার্জ ওসি তছলিম উদ্দিন বলেন,জামায়াতে ইসলামীর একজন কর্মী তাদের অফিস পোড়ানোর ঘটনায় অভিযোগ দায়ের করেছে। এঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। এছাড়াও চাঁদাবাজির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আটককৃত ৩ জনকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন তিনি। 

মন্তব্য করুন


Link copied