আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

জেলার সকল সরকারি ওয়েব সাইট কার্যকর ও তথ্য হালনাগাদ করতে দ্রুত ব্যবস্থা হবে- নীলফামারী ডিসি

শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, বিকাল ০৬:০৬

Advertisement Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান তাঁর বক্তৃতায় তথ্য বাতায়ন স্টাডির জন্য সনাককে ধন্যবাদ জানিয়ে বলেন, তথ্য পাওয়া সবার অধিকার। জাতীয় তথ্য বাতায়ন হালনাগাদ থাকলে অনেক তথ্য স্বয়ংক্রিয়ভাবে পাওয়া সম্ভব। প্রত্যেক প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ থাকলে মানুষের হয়রানি কমবে। জেলার সকল সরকারি দফতরের ওয়েব সাইট কার্যকর এবং তথ্য হালনাগাদ করতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় জেলা প্রশাসনের অধীনস্থ তথ্য বিশেষত: টিআর, কাবিখা সহ সকল উন্নয়নমূলক কর্মমান্ডের তথ্য হালনাগাদ করে ছবি ভিডিও সহ প্রকাশ করার ঘোষণা দেন তিনি।
শনিবার(২৮ সেপ্টেম্বর) নীলফামারীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসকল কথা বলেন। জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে টিআইবি-সনাক, ব্র্যাক, আরডিআরএস, ব্যুরো বাংলাদেশ, ইউএসএস, ওয়াল্ড ভিশন, টিএমএসএস, আশা, ইএসডিওসহ অন্যান্য উন্নয়ন সংস্থা। 
সভার শুরুতে চলতি মাসের ১১ ও ১২ তারিখ সনাক কতৃক নীলফামারী জেলার ৭৩টি দপ্তরের ওয়েব সাইটের স্টাডির একটি চিত্র তুলে ধরা হয়। এতে মাত্র ১০টি দপ্তরের ওয়েব সাইটের শতভাগ তথ্য পাওয়ার কথা উল্লেখ করা হয় ওই স্টাডিতে। 
সহকারী কমিশনার মো. নিয়াজ ভূইয়ার সঞ্চালনায় এসময় অন্যদের মধ্রে বক্তৃতা দেন দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি মো. আকতারুল আলম রাজু, সদস্য মিজানুর রহমান লিটু, জেলা তথ্য কর্তকর্তা  মো. কবির উদ্দিন, নীলফামারী মডেল কলেজের অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা,  ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সাধারণ সম্পাদক শামীম আজাদ রিপন প্রমুখ। 
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার সুমনা পারভীন মিতা, রায়হান উদ্দিন, শেখ ইমাম মোশারফ, সনাক সহসভাপতি ভুবন রায় নিখিল, শামীমা হক, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নূর আলমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সনাক সদস্য, সনাকের এসিজি ও ইয়েস সদস্যবৃন্দ।
এর আগে ‘রাষ্ট্রের মুলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ’ প্রতিপাদ্যে সকাল ১০টার দিকে জেলা প্রশাসকরে কার্যালয় চত্বর থেকে  একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

মন্তব্য করুন


Link copied