আর্কাইভ  সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫ ● ১০ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: আহত শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তি, তদন্ত কমিটি গঠন

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: আহত শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তি, তদন্ত কমিটি গঠন

'চিকেনস নেক ঘিরে ভারতের উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক'

'চিকেনস নেক ঘিরে ভারতের উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক'

কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়

কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়

হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

ঠাকুরগাঁওয়ে ৬ জনের প্রার্থীতা প্রত্যাহার

রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩, রাত ০৯:১৩

Advertisement

ঠাকুরগাঁও প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের তিনটি সংসদীয় আসনে মোট ৬ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন ও ১৩ জন মনোনীত প্রার্থীর মনোনয়নপ্রত্র বৈধ ঘোষনা করা হয়েছে। তারা এখন অপেক্ষায় রয়েছেন প্রতীক বরাদ্দের।  

রোববার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁও নির্বাচনী এলকার বৈধভাবে মনোনীত প্রার্থীদের সংশোধিত তালিকা প্রকাশ করেছে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।

সেই তালিকায় ঠাকুরগাঁও-১ আসনে ০২ জন, ঠাকুরগাঁও-২ আসনে ০২ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ০২ জন, মোট তিনটি আসনে ০৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এবং ঠাকুরগাঁও-১ আসনে ০৪ জন, ঠাকুরগাঁও-২ আসনে ০৫ জন ও ঠাকুরগাঁও-৩ আসনে ০৪ জন, তিনিটি আসনে মোট ১৩ জন প্রার্থীর মনোনয়নপ্রত্র বৈধ বলে উল্লেখ করা হয়। 

ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন- জাকের পার্টির মো. মাহাবুবর রহমান ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মো. ইমরান হোসেন চৌধুরী। 

ঠাকুরগাঁও-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন- তৃণমূল বিএনপি’র মো. মোজাফফর হোসেন ও জাকের পার্টির মো. নূর আলম সিদ্দিক। 

ঠাকুরগাঁও-৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন- দলীয় সিদ্ধান্তে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত প্রার্থী মো. ইমদাদুল হক এছাড়া প্রার্থীতা প্রত্যাহার করেছেন এন.পি.পি এর শেখ সালাউদ্দিন।

ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্রের বৈধতা পেয়েছেন- বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রমেশ চন্দ্র সেন, জাতীয় পার্টির মো. রেজাউর রাজী স্বপন চৌধুরী, ন্যাশনাল পিপলস্ পার্টি মো. রাজিউল ইসলাম ও ইসলামী ঐক্যজোট এর মো. রফিকুল ইসলাম। 

ঠাকুরগাঁও-২ আসনে মনোনয়নপত্রের বৈধতা পেয়েছেন-বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. মাজহারুল ইসলাম সুজন, স্বতন্ত্র প্রার্থী মো. আলী আসলাম জুয়েল, মো. আব্দুল কাদের, জাতীয় পার্টির মোছা. নুরুন নাহার বেগম ও বাংলাদেশ কংগ্রেস এর মোছা. রিম্পা আকতার। 

ঠাকুরগাঁও-৩ আসনে মনোনয়নপত্রের বৈধতা পেয়েছেন- জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহম্মেদ, স্বতন্ত্র প্রার্থী মোছা. আশা মনি, ওয়ার্কাস পার্টির গোপাল চন্দ্র রায় ও বিকল্পধারা বাংলাদেশ এর এস এম খলিলুর রহমান সরকার। 

এর আগে দলীয় ও স্বতন্ত্র মিলে ঠাকুরগাঁও-০১ আসনে মনোনয়নপত্র ক্রয় করেছিলেন ৭, ঠাকুরগাঁও-২ আসনে ৮ জন ও ঠাকুরগাঁও-৩ আসনে ৭ জন। মোট ২২ জন প্রার্থী। তাদের মধ্যে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ঠাকুরগাঁও-১ আসনে ০৭ জন, ঠাকুরগাঁও-২ আসনে ০৭ ও ঠাকুরগাঁও-৩ আসনে ০৬ জন মোট ২০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

এছাড়া গত ২ ডিসেম্বর শনিবার ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র বাতিল করা হয় স্বতন্ত্র প্রার্থী তাহমিলা আখতার মোল্লার। কিন্তু তিনি প্রার্থীতা ফেরতের জন্য আপিল করলেও তা ফেরত পাননি। ঠাকুরগাঁও-২ আসনে ৭ জনের মধ্যে স্থগিত রাখা হয়েছিল তৃণমূল বিএনপি প্রার্থী মোজাফফর হোসেনের মনোনয়ন এবং ঠাকুরগাঁও- ৩ আসনে ৬ জনের মধ্যে মনোনয়োন বাতিল ঘোষণা করা হয়েছিল স্বতন্ত্র প্রার্থী আশা মনি’র কিন্তু তিনি প্রার্থীতা বাতিলের বিরুদ্ধে আপিল করলে প্রার্থীতা ফেরত পান। 

ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪ জন, ঠাকুরগাঁও-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪ জন প্রার্থী। প্রতীক বরাদ্দ করা হবে আগামীকাল ১৮ ডিসেম্বর। 

 

মন্তব্য করুন


Link copied