স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে ডায়াবেটিক দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও ফ্রি ডায়াবেটিক নির্ণয়সহ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। নীলফামারী ডায়াবেটিক সমিতির আয়োজনে শনিবার(১৫ নভেম্বর) দিনব্যাপী নীলফামারী ডায়াবেটিকস হাসপাতালে ওই কর্মসূচি পালিত হয়।
সকাল ১০টায় শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডায়াবেটিকস হাসপাতালের সম্মেলণ কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এসময় ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. মো. মজিবুর হাসান চৌধুরী শাহীনের সভাপতিত্বে বক্তৃতা দেন সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল জাকি ইসলাম, সহকারী কোষাধ্যক্ষ ডা. মো. আব্দুল মজিদ, সদস্য ডা. মো. খোরশেদ আলম, এস. এম. সাইকুল আলম বাদল, প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মো. আনোয়ার উল করিম, চিকিৎসা কর্মকর্তা ডা. রোজিনা আক্তার, ডা. জয়শ্রী রানী সরকার প্রমুখ।
ডায়াবেটিক হাসপাতালের সমন্বয়কারী কাজী আবু ইমাম জানান, দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ৪৭৭ জনের ডায়াবেটিক পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১১ জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।