আর্কাইভ  মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫ ● ১১ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫
৩০০ আসনে প্রার্থী দেবে বৃহত্তর সুন্নি জোট: তাহেরি

৩০০ আসনে প্রার্থী দেবে বৃহত্তর সুন্নি জোট: তাহেরি

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: আহত শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তি, তদন্ত কমিটি গঠন

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: আহত শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তি, তদন্ত কমিটি গঠন

'চিকেনস নেক ঘিরে ভারতের উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক'

'চিকেনস নেক ঘিরে ভারতের উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক'

কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়

কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়

ডিমলা ইউপিতে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩, রাত ০৮:০৭

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর ডিমলা উপজেলার ডিমলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৬ জন প্রতিদ্বন্দী প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়ন পত্র দখিলের শেষ দিন আজ রবিবার(১৯ ফেব্রুয়ারী) উক্ত নির্বাচনের রির্টানীং কর্মকর্তার কাছে বিকাল ৫টা মধ্যে তারা মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে দলীয় ভাবে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী এ,এইচ,এম ফিরোজ। বাকী ৫জন স্বতন্ত্র প্রার্থী, তারা হলেন উৎপল কুমার সিংহ রায়, মাজহারুল ইসলাম, সফিয়ার রহমান, আমিনুর রহমান ও মজিব উদ্দিন। 
এই উপ নির্বাচনের রির্টানীং কর্মকর্তা সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার রবিউল আলম জানান, ২০২২ সালের ১৫ ডিসেম্বর ডিমলা উপজেলা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেম সরকার (৬৬) মৃত্যুবরণ করেন। তিনি ২০২১ সালের ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি মারা যাওয়ার পর চেয়ারম্যান পদটি শুন্য হয়। এতে নির্বাচন কমিশন চলতি বছরের ২৪ জানুয়ারী তফসিল ঘোষনা করেছিল। তফসিল অনুযায়ী আজ রবিবার (১৯ ফেব্রুয়ারী) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। এতে ৬ জন প্রতিদ্বন্দী প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র বাছাই হবে ২০ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৭ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ২৮ ফেব্রুয়ারি এবং আগামী ১৬ মার্চ উপ-নির্বাচনের ভোট গ্রহন  অনুষ্ঠিত হবে। 
সুত্র মতে ডিমলা সদর ইউনিয়ন মোট ভোটার সংখ্যা ৩৪ হাজার ৩৭৫ জন। এরমধ্যে নারী ভোটার ১৭ হাজার ৫২ ও পুরুষ ভোটার ১৭ হাজার ৩২২ ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১ জন। এবারই এই ইউনিয়নের ভোটারগণ সর্বপ্রথম ইভিএমের মাধ্যমে তাদের ভোট প্রদান করবেন। 

মন্তব্য করুন


Link copied