স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ সৌরভ সরকার হৃদয় (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নীলফামারীর ডোমার উপজেলার পূর্ব চিকনমাটি ডাংগাপাড়া গ্রামের মৃত চানু মিয়ার ছেলে। শুক্রবার(১২ জুলাই) রাতে নিজবাড়ি হতে মরদেহ উদ্ধার করা হয়।
শনিবার(১৩ জুলাই) জেলার মর্গে তার লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
নিহত সৌরভের চাচা শামসুল হক জানান, সৌরভের লাশ গলায় গামছা পেঁচানো অবস্থায় ঘরের বারান্দায় ঝুলতে দেখা যায়। তার ঘরের দরজা খোলা এবং মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তাকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে কেউ।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক তার ঘনিষ্ঠ বন্ধুরা বলেন, সদ্য তার প্রেমিকার সাথে ঝগড়া হবে প্রেমের বিচ্ছেদ হয়। এতে হৃদয় মানষিকভাবে ভেঙ্গে পড়ে। আমাদের সাথেও ঠিকমতো কথা বলতো না সে।
ডোমার থানা ওসি মহসীন আলী বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।