আর্কাইভ  রবিবার ● ১৭ আগস্ট ২০২৫ ● ২ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ১৭ আগস্ট ২০২৫

রংপুরে শেখ হাসিনার ভাতিজাসহ ২৮ জনের নামে এনসিপি নেতার মামলা

শনিবার, ১৬ আগস্ট ২০২৫, রাত ০৮:১৪

Advertisement Advertisement

মমিনুল ইসলাম রিপন: চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পর পতিত সরকার প্রধান শেখ হাসিনার ভাতিজা রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একেএম ছায়াদত হোসেন বকুল, সাবেক পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীমসহ ২৮ জনের নাম উল্লেখ করে মামলা করেছে এনসিপি নেতা।

বুধবার (১৩ আগস্ট ) দিবাগত রাতে পীরগঞ্জ থানায় এ মামলা করেন এনসিপি’র রংপুর বিভাগীয় সার্স কমিটির (শ্রমিক উইং) প্রধান হাফিজুর সরকার। তিনি উপজেলার মিঠিপুর ইউনিয়নের পানবাজার গ্রামের আব্দুস সামাদের ছেলে।

মামলার অন্য আসামিরা হলেন- শেখ হাসিনার ভাতিজি জামাই ও জেলা আওয়ামী লীগের সদস্য সিরাজুল ইসলাম সিরাজ, পীরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক এমপি নূর মোহাম্মদ মন্ডল, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম পিন্টু, বড়দরগা ইউনিয়ন চেয়ারম্যান মাফিয়া আক্তার শিলা, শানেরহাট ইউনিয়ন চেয়ারম্যান মেজবাহুর রহমান, পীরগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান নুরুল ইসলাম ময়না মাস্টার, পাঁচগাছি ইউপি চেয়ারম্যান বাবুল মিয়াসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা। এছাড়াও  ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এ মামলায় পুলিশ পাঁচগাছি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীরাবাদ এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে বাবুল মিয়াকে গ্রেপ্তার করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে পীরগঞ্জ বাসস্ট্যান্ডের সড়কে জুলাই আন্দোলনের এক দফা দাবিতে আন্দোলন করা ৪০০-৫০০ ছাত্র-জনতার শান্তিপূর্ণ সমাবেশ ও মিছিলের উপর আসামিরাসহ অজ্ঞাতনামা দেড়শ থেকে দুই’শ জন পূর্বপরিকল্পিতভাবে লাঠি ও ধারালো ছোড়া নিয়ে অতর্কিতভাবে হামলাসহ ককটেল ও হাতবোমা নিক্ষেপ করে। এতে করে প্রায় ২০ জন ছাত্র-জনতা আহত হন এবং সন্ত্রাসীরা তাদের মালামাল ছিনিয়ে নেয়।

এরই জেরে চলতি বছরের ৬ জুলাই রাতে পীরগঞ্জ থেকে ভ্যানযোগে বাড়ি যাওয়ার সময় আসামিরা বাদী হাফিজুর সরকারের পথ আটকিয়ে ধারালো ছোরা দিয়ে হামলা চালায় এবং গলা চিপে হত্যার চেষ্টা করে। সেই সাথে হাফিজুর সরকারের পকেটে থাকা পঁচিশ হাজার ৫০০ টাকা জোর করে বের করে নেয়। পরে স্থানীয়রা খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।  

পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন, হাফিজুর সরকার ২৮ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। এ ঘটনায় একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মন্তব্য করুন


Link copied