সংবাদ বিজ্ঞপ্তি: আজ সকাল ১০ টায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরনায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), রংপুরের ইয়েস গ্রুপের বিশেষ উদ্যোগে তথ্য অধিকার আইনের প্রচার ও প্রয়োগে স্বেচ্ছাসেবী সংগঠনের তরণ প্রতিনিধিদের সচেতনতার লক্ষ্যে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।
রংপুর রোটারী সেন্টারে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন সনাক সদস্য মো: জাহাঙ্গীর আলম। তরুণদের মাঝে তথ্য অধিকার আইন বিষয়ক ধারণা প্রদান ও হাতে কলমে আবেদনের প্রক্রিয়া সম্পর্কে সচেতন করার লক্ষ্যে রংপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরুণ প্রতিনিধিদের এবং তাদের মাধ্যমে সাধারণ জনগণকে আইনটি সম্পর্কে সচেতন করাই ছিল এ ওরিয়েন্টেশনের মূল উদ্দেশ্য। টিআইবি-রংপুরের এরিয়া কোঅর্ডিনেটর মো: আলমগীর কবির ওরিয়েন্টেশন সেশন পরিচালনা করেন।
দলীয় কাজের মাধ্যমে তথ্য অধিকার আইন বিষয়ক ধারণা প্রদান ও হাতে কলমে আবেদনের প্রক্রিয়া সম্পর্কে অনুশীলন করা হয়। ওরিয়েন্টেশনে অংশগ্রহণকারীগণকে তথ্যপ্রাপ্তির আবেদন করতে উৎসাহিত করা হলে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে রংপুরের বিভিন্ন সরকারি দপ্তরে তাদের কাঙ্খিত তথ্য চেয়ে প্রায় ৪২জন তাৎক্ষণিক অনলাইনে আবেদন করে। তরুণদের এ আইন সম্পর্কে হাতে-কলমে জ্ঞান লাভ করে এবং তা প্রয়োগে উদ্বুদ্ধ হয়। ওরিয়েন্টেশনে রংপুরের প্রায় ১৬টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় অর্ধশতাধিক প্রতিনিধিবৃন্দ অংশ নেয়। দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে এ আইনের প্রয়োগ বাড়াতে অংশগ্রহণকারীগণ স্ব-স্ব সংগঠনের অন্যান্য তরুণ সদস্য ও সাধারণ নাগরিকদের মধ্যে তথ্য অধিকার আইন বিষয়ে এ অর্জিত ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সনাক সভাপতি ড. শাশ্বত ভট্টাচার্য, সনাক সদস্য প্রফেসর মো: শাহ আলম, টিআইবি’র রংপুর ক্লাস্টারের কোঅর্ডিনেটর কমল কৃষ্ণ সাহা এবং অংশগ্রহণকারী প্রতিনিধিবৃন্দ প্রমুখ।
সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলা এ ওরিয়েন্টেশনে অংশগ্রহণকারীরা এধরনের আয়োজন করার জন্য টিআইবি এবং সনাককে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা করেন। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন রংপুর সনাকের ইয়েস দলনেতা বিক্রম কুমার শর্মা। এ সময় আরও উপস্থিত ছিলেন ইয়েস গ্রæপের অন্যান্য সদস্যগণ।