আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

তাজহাট থানায় "ওপেন হাউস ডে" অনুষ্ঠিত**

সোমবার, ২৬ মে ২০২৫, রাত ১০:২৫

Advertisement Advertisement

মমিনুল ইসলাম রিপন রংপুর।। রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার উদ্যোগে সোমবার, ২৬ মে   “ওপেন হাউস-ডে” অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন  পুলিশ কমিশনার  মোঃ মজিদ আলী, বিপিএম।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  মোঃ তোফায়েল আহমেদ,  উপ-পুলিশ কমিশনার(অপরাধ দক্ষিণ) তাজহাট থানা অফিসার ইনচার্জ শাহ আলম সরদার,  রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক কর্মী, কবি-সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক, বিশিষ্ট সমাজসেবক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 
 
তারা প্রত্যেকে অনুষ্ঠানটি সরাসরি অংশগ্রহণ ও মতামত বিনিময়ের মাধ্যমে প্রাণবন্ত করে তোলেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার মহোদয় বলেন অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং নিরাপদ সমাজ গঠনে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতা অপরিহার্য। জনগণ যেন পুলিশের কাছে সহজে পৌঁছাতে পারে, কোনো ধরনের ভীতি বা দ্বিধা ছাড়াই সমস্যা জানাতে পারে আমরা সে পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
 
আমরা বিশ্বাস করি, ‘জনগণের পুলিশ’ কেবল একটি স্লোগান নয়, বরং এটি আমাদের নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। একটি নিরাপদ সমাজ গঠনের জন্য পুলিশকে হতে হবে জনগণের বন্ধু এবং জনগণকে হতে হবে পুলিশের সহায়ক শক্তি। এজন্য আমরা প্রতিটি থানায় অভিযোগ গ্রহণের প্রক্রিয়া সহজ, দ্রুত এবং হয়রানিমুক্ত করতে কাজ করছি।”
 
সাম্প্রতিক সময়ে রংপুর মেট্রোপলিটন এলাকায় কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে আমরা অনেক ক্ষেত্রে অপরাধের পূর্বাভাস পেয়েছি স্থানীয় জনগণের তথ্যের ভিত্তিতে। এটি প্রমাণ করে, জনগণ যদি তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করে, তবে সমাজ অনেক বেশি নিরাপদ ও সুরক্ষিত হয়ে ওঠে।তিনি আরও বলেন আমরা থানাগুলোকে 'জনবান্ধব' হিসেবে গড়ে তুলছি। প্রতিটি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কীভাবে একজন সাধারণ নাগরিকের সঙ্গে সহমর্মিতার সঙ্গে কথা বলতে হয়, সাহায্য করতে হয় এবং তাঁদের অভিযোগ শুনে যথাযথ ব্যবস্থা নিতে হয়।”
 
“তরুণ সমাজ যাতে অপরাধ থেকে দূরে থাকে সে লক্ষ্যে আমরা স্কুল-কলেজ পর্যায়ে সচেতনতামূলক সেমিনার, মাদকবিরোধী ক্যাম্পেইন ও সাইবার অপরাধবিষয়ক ওয়ার্কশপের আয়োজন করছি।”
 
তিনি পুলিশ ও জনগণের যৌথ অংশগ্রহণে একটি নিরাপদ, আধুনিক ও মানবিক নগরী গঠনের আহ্বান জানান।

মন্তব্য করুন


Link copied