আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

তিন বছর পর আইনি জয়ে গঙ্গাচড়ার চেয়ারম্যান হলেন মাহফুজার রহমান দুলু

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, রাত ০৮:১৫

Advertisement Advertisement

মমিনুল ইসলাম রিপন: তিন বছর দুই মাসের দীর্ঘ আইনি লড়াই শেষে অবশেষে আদালতের রায়ে রংপুরের গঙ্গাচড়া উপজেলার ৪নং গঙ্গাচড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেছেন মাহফুজার রহমান দুলু। 
 
শনিবার (২৪ ফেব্রুয়ারি ২০২৫) আনুষ্ঠানিকভাবে তিনি শপথ গ্রহণ করেন।
 
জানা যায়, ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাজহারুল ইসলাম লেবুকে জয়ী ঘোষণা করা হয়েছিল। তবে জাতীয় পার্টির প্রার্থী মাহফুজার রহমান দুলু নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে আদালতে মামলা করেন। দীর্ঘ আইনি লড়াই শেষে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশে পুনঃগণনা করা হয় এবং ৩২৭ ভোটের ব্যবধানে মাহফুজার রহমান দুলুকে বিজয়ী ঘোষণা করা হয়।
 
শপথ গ্রহণের পর মাহফুজার রহমান দুলু বলেন, "এই জয় শুধু আমার নয়, গঙ্গাচড়া সদর ইউনিয়নবাসীর। তারা যে ভোট দিয়েছিলেন, তার সঠিক প্রতিফলন আজ আদালতের রায়ে প্রতিফলিত হয়েছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ইউনিয়নবাসীর সেবা ও উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাব।"
 
স্থানীয় বাসিন্দারা নতুন চেয়ারম্যানের কাছে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসনের প্রত্যাশা ব্যক্ত করেছেন। তারা মনে করেন, আইনি লড়াইয়ের পর পাওয়া এই জয় সুষ্ঠু নির্বাচনের দৃষ্টান্ত হয়ে থাকবে।
 
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, ভবিষ্যতে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হবে, যাতে সুষ্ঠু ভোট গণনা ও সঠিক ফলাফল নিশ্চিত করা যায়।

মন্তব্য করুন


Link copied