নিউজ ডেস্ক: উত্তরবঙ্গ সফরের গিয়ে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য সিকিমে তিস্তা নদীর উপর একাধিক বাঁধ নির্মাণ করা হয়েছে। সেখান থেকে পানি ছাড়লেই দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ির মতো এলাকাগুলি ক্ষতিগ্রস্ত হয় । তিনি এটিকে একটি ‘সামাজিক অপরাধ’ বলে অভিহিত করেন।
মুখ্যমন্ত্রী বলেন, তিস্তাকে ‘ব্লক’ করে দিয়েছে। এটা অপরাধ নয়? এটা সামাজিক অপরাধ নয়? এটা ক্রিমিনাল অফেন্স নয়? কী করে কেন্দ্র পারমিশন দিল। তিস্তার পানি দিতে হবে বলে মাঝে মাঝেই চিৎকার করে। তিস্তাকে বাঁচাতে হবে, এটা নিয়ে তো ভাবে না।
উল্লেখ্য, গত বছরে তিস্তার উপর দেওয়া একটি বাঁধ ভেঙে গিয়ে তিস্তায় হাড়টা বানে জীবনহানি ও বিপুল ক্ষয়ক্ষতি হয়েছিল।
উত্তরবঙ্গের সাম্প্রতিক বন্যা নিয়ে ভুটান থেকে আসা পানিকেও দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে তিনি ইন্দো-ভুটান যৌথ নদী কমিশনের দাবি ফের উত্থাপন করেছেন। সার্বিকভাবে উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে কেন্দ্রীয় সরকারের উদাসীনতার তীব্র সমালোচনা করেছেন তিনি।