আর্কাইভ  সোমবার ● ৬ অক্টোবর ২০২৫ ● ২১ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ৬ অক্টোবর ২০২৫
ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল-ভারতে নিহত ৬৭

ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল-ভারতে নিহত ৬৭

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐকমত্য: আলী রীয়াজ

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐকমত্য: আলী রীয়াজ

বিএনপির সঙ্গে গোয়েন লুইসের বৈঠক, নির্বাচন-রোহিঙ্গা বিষয়ে আলোচনা

বিএনপির সঙ্গে গোয়েন লুইসের বৈঠক, নির্বাচন-রোহিঙ্গা বিষয়ে আলোচনা

রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ৩০ লাখ টিকা প্রয়োগের প্রস্তুতি শুরু

রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ৩০ লাখ টিকা প্রয়োগের প্রস্তুতি শুরু

তোপের মুখে পড়েছেন সারজিস আলম

বুধবার, ২ এপ্রিল ২০২৫, রাত ১০:৪৭

Advertisement

নিউজ ডেস্ক: পঞ্চগড়ের আটোয়ারীতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম তোপের মুখে পড়েছেন।

বৃহস্পতিবার আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলন কক্ষে বৈঠকটি করেন সারজিস।

এ নিয়ে পরে উপজেলা পরিষদ চত্বরে তিনি বিএনপি নেতা মতিউর রহমানের তোপের মুখে পড়েন। তারা বাগবিতণ্ডায় জড়ান। পরদিন তাদের বাগবিতণ্ডার ২ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে গিয়ে সারজিস আলম বিভিন্ন দপ্তরের প্রধানদের ডাকেন এবং ইউএনওর সম্মেলন কক্ষে বৈঠক করেন। তবে বৈঠকে ইউএনও উপস্থিত ছিলেন না। বৈঠকটি শেষে বের হওয়ার পরপরই সারজিস তোপের মুখে পড়েন। আটোয়ারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিউর রহমানের সঙ্গে তিনি বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

এ ব্যাপারে আটোয়ারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান বলেন, উপজেলা পরিষদের কয়েকটি দপ্তরে গিয়ে জানতে পারি সরকারি কর্মকর্তাদের নিয়ে সারজিস জরুরি বৈঠক করছেন। এরপর সারজিস বের হয়ে এলে তাকে তিনি জিজ্ঞেস করেন। জনপ্রতিনিধি না হওয়া সত্ত্বেও এ ধরনের বৈঠক করার কোনো বৈধতা আছে কিনা জানতে চান।

এ ব্যাপারে সারজিস আলম বলেন, এটা কোনো সরকারি বৈঠক ছিল না। তবে কী ধরনের সমস্যা আছে উপজেলার বাসিন্দা হিসাবে তা জানতে আমি কথা বলেছি। সমস্যাগুলো সমাধানে আমার জায়গা থেকে কিছু করতে পারলে এলাকাবাসীরই কল্যাণ হবে।

এ বিষয়ে জানতে আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজিরের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।  

 

মন্তব্য করুন


Link copied