বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনে ত্রুটিমুক্ত, কল্যাণ এবং অংশগ্রহণমূলক প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানিয়েছে শিক্ষার্থীদের একাংশ।
বুধবার (০৩ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন।
তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারের ছুটির পক্ষে সহস্রাধিক শিক্ষার্থীর মতামত উপেক্ষা করে এবং নিয়ম বহির্ভূতভাবে নির্বাচন আয়োজনের যে তড়িঘড়ি চলছে, তা অংশগ্রহণমূলক বা উৎসবমুখর নয়—বরং “সাজানো প্রহসন” হওয়ার আশঙ্কা রয়েছে। তারা দাবি করেন, এই প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে একটি কুচক্রী মহল নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টা করছে।
শিক্ষার্থীরা আরও বলেন, ব্রাকসু ও হল সংসদ নির্বাচনের গঠনতন্ত্র ২০২৫ ধারাবাহিকভাবে লঙ্ঘন করা হচ্ছে। তাদের বক্তব্য অনুযায়ী, ব্রাকসু গঠনতন্ত্রের ১৫ নম্বর ধারা (উপবিধি ৩ ও ৫) অনুসারে প্রধান নির্বাচন কমিশনারের স্বাক্ষর ছাড়া চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা এবং ধারা ১৭ অনুসারে অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির সমন্বয় কমিটি গঠন না করেই মনোনয়নপত্র বিতরণ—সম্পূর্ণ অবৈধ। অথচ এসব নিয়ম বারবার উপেক্ষা করা হয়েছে।
তারা আরও অভিযোগ করেন, ঘোষিত নির্বাচনী পুনঃতফসিল ভেঙে ২৬ নভেম্বরের নির্ধারিত সময়সূচি অমান্য করা হয়েছে এবং ২৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিতরণ না করেই রাতে প্রধান নির্বাচন কমিশনারকে ছাড়াই একটি ত্রুটিপূর্ণ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। মনোনয়ন সংগ্রহের সময় কয়েকজন প্রার্থী মিছিল বের করে আচরণবিধি লঙ্ঘন করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা।
এর আগে, সকালে তফসিল অনুযায়ী নির্বাচন কমিশনের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা এবং ২৪ ডিসেম্বরের মধ্যে ব্রাকসু নির্বাচন আয়োজনের দাবিতে শিক্ষার্থীদের আরেকটি অংশ সংবাদ সম্মেলন ও অবস্থান কর্মসূচি পালন করেছে।