আর্কাইভ  বৃহস্পতিবার ● ২ অক্টোবর ২০২৫ ● ১৭ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২ অক্টোবর ২০২৫
এনসিপিকে বেগুন-বালতিসহ ৫০ প্রতীকের অপশন

এনসিপিকে বেগুন-বালতিসহ ৫০ প্রতীকের অপশন

দেবী দুর্গার বিদায়ের আগে সিঁদুর খেলায় মাতলেন নারী ভক্তরা

দেবী দুর্গার বিদায়ের আগে সিঁদুর খেলায় মাতলেন নারী ভক্তরা

অবহেলিত মিষ্টি আলুর কেজি ২০০ টাকা

অবহেলিত মিষ্টি আলুর কেজি ২০০ টাকা

আজ বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

নিউইয়র্ক সফর শেষ করে
আজ বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

দশমী আজ, বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, দুপুর ০১:২৪

Advertisement

নিউজ ডেস্ক: আজ সন্ধ্যা নাগাদ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব শেষ হচ্ছে। সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হচ্ছে পাঁচ দিনের এই আয়োজন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে শোভাযাত্রা বের হবে, যা রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে সদরঘাট গিয়ে শেষ হবে।

এদিন বিজয়া দশমীতে অনেক মন্দিরেই দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের পরে সিঁদুর খেলায় আয়োজন থাকবে। সাধারণত এ আয়োজনে বিবাহিত নারীরা দেবীর চরণে সিঁদুর দান করে তা কৌটায় ধারণ করেন সারা বছর ব্যবহারের জন্য। এ সময় তারা একে অপরের কপাল ও চিবুকে দেবীর চরণ স্পর্শ করা সিঁদুর লাগিয়ে দেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের অসুরিক প্রবৃত্তি—কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই মূলত বিজয়া দশমীর মূল তাৎপর্য। এ প্রবৃত্তিগুলোকে বিসর্জন দিয়ে একে অপরের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এ আয়োজনের উদ্দেশ্য।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা গত ২৮ সেপ্টেম্বর রোববার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়। টানা পাঁচ দিনের আনন্দ-উৎসবের পর বৃহস্পতিবার বিজয়া দশমীর দিন দেবী বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।

শাস্ত্রীয় মতে, ২০২৫ সালে মা দুর্গা হাতির পিঠে চড়ে মর্ত্যে আসছেন এবং দোলায় চড়ে কৈলাসে গমন করবেন। দেবীর আগমন হাতির পিঠে হলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, যা বসুন্ধরাকে শস্য-শ্যামলা ও সমৃদ্ধ করে তোলে।

এ বছর সারা দেশে ৩৩ হাজারেরও বেশি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা আয়োজন করা হয়। এর মধ্যে ঢাকা মহানগরীর ২৫৮টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা আয়োজন করা হয়।

মন্তব্য করুন


Link copied