আর্কাইভ  বুধবার ● ২৪ ডিসেম্বর ২০২৫ ● ১০ পৌষ ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ২৪ ডিসেম্বর ২০২৫
দেশে ফিরে তারেক রহমান তিন দিন কোথায় যাবেন, কী করবেন

দেশে ফিরে তারেক রহমান তিন দিন কোথায় যাবেন, কী করবেন

৭৬১ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে ভোটের মাঠে কাজী রফিক!

৭৬১ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে ভোটের মাঠে কাজী রফিক!

৮ম শ্রেণির ৬৭ শতাংশ বই প্রস্তুত হয়নি, প্রাথমিকের শতভাগ সরবরাহ

মাধ্যমিক বিদ্যালয়
৮ম শ্রেণির ৬৭ শতাংশ বই প্রস্তুত হয়নি, প্রাথমিকের শতভাগ সরবরাহ

দিনাজপুর-সদর আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ 

দিনাজপুর-সদর আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ 

দিনাজপুর-সদর আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ 

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, বিকাল ০৫:২৫

Advertisement

শাহ্ আলম শাহী, দিনাজপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে জেলা বিএনপির নেতারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
 
অন্যদিকে দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে পৃথক তিনটি উপজেলা থেকে তিনটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
 
আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচির নেতৃত্বে নেতাকর্মীরা এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
 
দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের কাছ থেকে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো.মহিউদ্দীন মন্ডল বকুল, বিএনপি নেতা ও দিনাজপুর চেম্বারের সভাপতি আবু বকর দিদ্দিক,মাহাবুব আলম,যুব নেতা সোহেল নিশাদসহ অনেকে উপস্থিত ছিলেন।
 
দিনাজপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, খালেদা জিয়ার নামে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। প্রতিনিধি হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ফরম এই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
 
মনোনয়নপত্র সংগ্রহকালে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি বলেন, ' দেশের তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী  খালেদা জিয়া দিনাজপুরের মেয়ে। কিন্তু  তিনি কোন নির্বাচনে দিনাজপুর থেকে অংশ গ্রহণ করেননি। আবার তার জীবনে যতগুলো নির্বাচন করেছেন কোন নির্বাচনে তিনি পরাজিত হননি। এই নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনের ভোটাররা তাকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য মুখিয়ে আছেন। রেকর্ড সংখ্যক ভোট দিয়ে খালেদা জিয়াকে দিনাজপুরের মানুষ বিজয়ী করবেন। সাধারণ মানুষের মুখে হাসি ফোঁটাবেন।'
 
অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর -৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে পৃথক তিনটি উপজেলা থেকে তিনটি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির নেতারা।
বিরামপুর উপজেলা,নবাবগঞ্জ উপজেলা ও ঘোড়াঘাট উপজেলা থেকে এই তিনটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
 

মন্তব্য করুন


Link copied