আর্কাইভ  শনিবার ● ২৩ আগস্ট ২০২৫ ● ৮ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২৩ আগস্ট ২০২৫
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

♦ যোগাযোগ রাখছেন কেন্দ্রেও
♦ নির্বাচনে আগ্রহীরা ঘুরছেন এলাকায়
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা
মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

দিনাজপুরে বাসে আবারো আগুন ! 

মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩, দুপুর ০৩:১৭

Advertisement Advertisement

শাহ্  আলম শাহী, দিনাজপুর: দিনাজপুরে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা যাত্রীবিহীন একটি বাসে আবারো আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত না হলেও বাসের বেশ কিছু অংশ পুড়ে গেছে।
সোমবার (৪ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে শহরের মির্জাপুর বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।  

দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'শহরের মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে পার্ক করে রাখা এইচ.এ.প্লাস পরিবহন (ঢাকা মেট্রো ব- ১৫-৩৪২৬) নামে একটি বাসে কে বা কারা অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে  ছুঁটে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরাআগুন নেভাতে সক্ষম হয়।'

 ক্ষতিগ্রস্ত বাসের সহকারী অমল বিশ্বাস জানান, 'বাসটি টার্মিনালে রাখা ছিল। বাসের দরজা জানালা বন্ধ করে রাত আনুমানিক দেড়টার দিকে গাড়ি পরিষ্কার করে খাওয়ার জন্য হাইওয়ে হোটেলে চলে যাই। পরে বাসে আগুন লাগার খবর পেয়ে ছুটে এসেছি।'

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন জানান, 'খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ছুটে যায়। প্রাথমিক তদন্ত কার্যক্রম শেষ হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা হচ্ছে।'

প্রসঙ্গত:, গত রবিবার (৩ ডিসেম্বর) রাতেও খড় বোঝাই ট্রাকে আগুন দেয় দূর্বৃত্তরা। এছাড়াও ২৭ নভেম্বর জেলার কাহারোল উপজেলার মোহাম্মদপুর এলাকায় এক‌টি এবং গত শ‌নিবার (২ ডিসেম্বর)  দিবাগত রাতে একই উপ‌জেলার রামপুর ভাদগাও সেতু সংলগ্ন এলাকায়এক‌টি ধান বোঝাই ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।

অন্যদিকে চতুর্থ দফা অবরোধের দ্বিতীয় দিনে   ১৩ নভেম্বর দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে অদূরে একটি ভুট্টা বজায় ট্রাকে অগ্নি সংযোগ করে দুর্বৃত্তরা।

মন্তব্য করুন


Link copied