আর্কাইভ  বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫ ● ২৪ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫
একদিনের ব্যবধানে ৬৯০৬ টাকা বেড়ে স্বর্ণের দামে নতুন ইতিহাস

একদিনের ব্যবধানে ৬৯০৬ টাকা বেড়ে স্বর্ণের দামে নতুন ইতিহাস

ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম তৈরিতে লাইভ টিভি ও নেক্সট টিভিকে লাইসেন্স দেওয়া হয়েছে: তথ্য উপদেষ্টা

ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম তৈরিতে লাইভ টিভি ও নেক্সট টিভিকে লাইসেন্স দেওয়া হয়েছে: তথ্য উপদেষ্টা

বিএনপি নেতা আনিসুরের মৃত্যুতে তারেক রহমানের শোক

বিএনপি নেতা আনিসুরের মৃত্যুতে তারেক রহমানের শোক

রোববার ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা

রোববার ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা

দুর্নীতিবাজরা পুরো রাষ্ট্রীয় ব্যবস্থাকে কলুষিত করে : বিভাগীয় কমিশনার

সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪, বিকাল ০৭:৪৬

Advertisement

মমিনুল ইসলাম রিপন রংপুর।।  রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম বলেছেন, দুর্নীতিবাজ মানুষ সমাজের রীতি-নীতির পরিপন্থি কাজে নিজেকে জড়িয়ে ফেলে এবং পুরো রাষ্ট্রীয় ব্যবস্থাকে কলুষিত করে। মানুষ পরিবার থেকে প্রথম রীতি-নীতির শিক্ষা পায়। আর পরিবারের অভিভাবকেরা যদি দুর্নীতির আশ্রয় গ্রহণ করে, তবে সন্তানেরাও দুর্নীতি দ্বারা প্রভাবিত হয়।
 
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস’ উপলক্ষে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
বিভাগীয় কমিশনার বলেন, দুর্নীতি আমাদের সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে, যা বৈষম্য সৃষ্টির মূল কারণ। বৈষম্য দূর করতে হলে আমাদের মানসিকতা ও আচরণে পরিবর্তন আনতে হবে।
 
অসাম্প্রদায়িক চেতনা এবং সমতার ভিত্তিতে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জুলাই বিপ্লবে নতুন প্রজন্মের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, জুলাই বিপ্লবে নতুন প্রজন্ম যে সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে, তা আমাদের দুর্নীতি মুক্ত ও বৈষম্যহীন ভবিষ্যৎ গড়ার আশা জাগায়। তিনি দুর্নীতি মুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।
 
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রংপুরে’ উদ্‌যাপিত হয় ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। দিবস উপলক্ষে রংপুর জেলাপ্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় এই আলোচনাসভার আয়োজন করে। অনুষ্ঠানে রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ তালেবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ শাওন মিয়া, সচেতন নাগরিক কমিটির সভাপতি ড. শাশ্বত ভট্টাচার্য প্রমুখ।
 
আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সচেতন নাগরিক কমিটির সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৪’ উদ্‌যাপন উপলক্ষ্যে রংপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন


Link copied