আর্কাইভ  বুধবার ● ৮ অক্টোবর ২০২৫ ● ২৩ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ৮ অক্টোবর ২০২৫
‘আইতোত হঠাৎ করে নদীর পানি এক্কেবারে বাড়ি গেইল, ‘কেমন করি খাওয়া দাওয়া করমো, সেই চিন্তা বাহে’

তিস্তাপাড়ে হাহাকার
‘আইতোত হঠাৎ করে নদীর পানি এক্কেবারে বাড়ি গেইল, ‘কেমন করি খাওয়া দাওয়া করমো, সেই চিন্তা বাহে’

নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা ও কামাল

আইসিটি আইন সংশোধন
নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা ও কামাল

মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই : সারজিস আলম

মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই : সারজিস আলম

সংসদে নারীদের জন্য আলাদা ৩০০ আসনের প্রস্তাব

সংসদে নারীদের জন্য আলাদা ৩০০ আসনের প্রস্তাব

দেবীগঞ্জে জাল নোটসহ প্রতারক চক্রের এক সদস্য গ্রেফতার

শনিবার, ২৮ জুন ২০২৫, বিকাল ০৭:৩৫

Advertisement

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে জাল নোট ও প্রতারণার অভিযোগে রাশেদ জামান (৪০) নামে চক্রের এক সদস্য গ্রেফতার হয়েছে। এ সময় তার কাছে নগদ টাকা, মোবাইল ফোন ও মাদক সেবনের উপকরণও জব্দ করা হয়েছে।

এর আগে শুক্রবার (২৭ জুন) গভীর রাত থেকে শনিবার (২৮ জুন) ভোর পর্যন্ত চলা এই অভিযানে দেবীগঞ্জ উপজেলার চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়নের চেংঠী দন্ডপাল গ্রামে অভিযান চালিয়ে রাশেদ জামানকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। তাকে তল্লাশি করে এক হাজার টাকার একটি জাল নোট, ১২ হাজার টাকা নগদ, একটি মোবাইল ফোন এবং মাদক সেবনের কিছু সরঞ্জাম জব্দ করা হয়। পরে তাকে স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

অভিযানে জানা গেছে, রাশেদ জামান ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে জাল নোট ব্যবসাসহ বিদেশি ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষকে প্রতারণার শিকার করছিলেন। শুক্রবার রাতে টাঙ্গাইল থেকে তিনজন ভুক্তভোগী অভিযোগ করেন যে, তাদের কাছ থেকে ডলার দেয়ার নাম করে প্রায় ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে দেবীগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইনজামামুল আমীন প্রীমনের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালিত হয়, যা রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলে। অভিযানে রাশেদের দুই সহযোগীর বাড়িতেও অভিযান চালানো হয়, তবে তারা এখনও ধরা পড়েনি। সেনাবাহিনী জানায়, গ্রেফতারকৃতদের আইনি প্রক্রিয়ায় সোপর্দ করা হয়েছে এবং চক্রের অপর সদস্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।

দেবীগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইনজামামুল আমীন প্রীমন বলেন, এই প্রতারণা চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে বিদেশি ডলার দেওয়ার প্রলোভনে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল। তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধীদের ছাড় দেওয়া হবে না।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা জানান, রাশেদ জামানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হবে। 

মন্তব্য করুন


Link copied