আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

দেশে নতুন করে ষড়যন্ত্র ও চক্রান্ত সৃষ্টি হয়েছে -মির্জা ফখরুল ইসলাম

শনিবার, ৪ জানুয়ারী ২০২৫, বিকাল ০৭:৩৩

Advertisement Advertisement

ঠাকুরগাঁও প্রতিনিধি: দেশে নতুন করে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ষড়যন্ত্র ও চক্রান্তের সামনে মাথা নত করে জনগনের একটি সরকার প্রতিষ্ঠা করতে সকলকে কাজ করার আহবানও করেন তিনি। 
 
শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও পাবলিক লাইব্রেরি মাঠে জেলা ছাত্রদলের আয়োজনে ছাত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 
 
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্রদলকে সবসময় জ্ঞানভিত্তিক চর্চা ও জ্ঞানভিত্তিক রাজনীতি করতে হবে। বিগতগত বছরগুলোতে তোমরা অনেক ত্যাগ তিতিক্ষা করেছ৷ মামলা-মোকদ্দমার স্বীকার হয়েছ। এখন আল্লাহর অশেষ রহমতে আমরা ফ্যাসিবাদ মুক্ত হতে পেরেছি৷ এখন সু‌যোগ সৃষ্টি হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশকে নতুন করে গড়তে হবে৷ 
 
১৯৭৫ সালের আগে আওয়ামীলীগের শাসনব্যবস্থা নিয়ে মহাসচিব বলেন, ৭৫ সালের আগে আওয়ামীলীগ ক্ষমতায় ছিল। তারা ক্ষমতায় থাকা অবস্থায় দূর্নীতি ও লুটপাট করেছে। দেশকে বাকশাল করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন। সেই সাথে শিক্ষার মান উন্নয়নে কাজ করেছেন৷ 
 
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাস্টিট আওয়ামীলীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে৷ দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে৷ অনেক ছাত্রকে হত্যা করেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে কয়েক হাজার ছাত্র-ছাত্রীকে হত্যা করেছে৷ আওয়ামীলীগ যখনি ক্ষমতায় আসে তারা গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চায়৷ 
 
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন,সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ,যুগ্ন সাধারণ সম্পাদক পয়গাম আলী,জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েস সহ জেলা-উপজেলা বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন


Link copied