আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

দেশের তিন মাল্টিপ্লেক্সে ‘হৈমন্তীর ইতিকথা’

রবিবার, ২০ অক্টোবর ২০২৪, দুপুর ০৩:৫৬

Advertisement Advertisement

বিনোদন ডেস্ক: রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘হৈমন্তী’ অবলম্বনে নির্মিত ‘হৈমন্তীর ইতিকথা’ সিনেমাটি মুক্তি পেয়েছে। শুক্রবার থেকে দেশের তিনটি মাল্টিপ্লেক্সে দেখা যাচ্ছে সিনেমাটি।

সিনেমার পরিচালক মির্জা সাখাওয়াৎ হোসেন বলেন, ‘হৈমন্তীর ইতিকথা’ সিনেমাটি স্টার সিনেপ্লেক্সের দুটি শাখা বসুন্ধরা সিটি মল ও সনি স্কয়ারের চারটি শো, যমুনা ব্লকবাস্টার সিনেমাসে দুটি শো এবং লায়ন সিনেমাসে তিনটি শো চলছে।

তিনি আরও জানান, সিনেমাটির মুক্তি নিয়ে আমরা বেশ জটিলতার মধ্যে ছিলাম। তারিখ নিয়ে রেখেও মুক্তি দিতে পারিনি। দীর্ঘদিন পর সিনেমা হল স্বাভাবিক হচ্ছে। মুক্তি নিয়ে আর অপেক্ষা করিনি, মনে হয়েছে এই সিনেমার যে দর্শক, তারা যেকোনো সময়েই সিনেমাটি দেখবেন।

 

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ঐশিকা ঐশি। অপু চরিত্র করেছেন সাইফ খান। আরও আছেন ঝুনা চৌধুরী, রাশেদা চৌধুরী, খলিলুর রহমান কাদেরী, মির্জা সাখাওয়াৎ হোসেনসহ অনেকে।

এই সিনেমায় থাকা কয়েকটি রবীন্দ্রসঙ্গীতে কণ্ঠ দিয়েছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ড. অণিমা রায়, মামুন জাহিদ, শিমু দে ও জয়ন্ত আচার্য্য। সংগীতায়োজন করেছেন দীনবন্ধু দাশ, আবহসঙ্গীত করেছেন অমিত চ্যাটার্জি।

মন্তব্য করুন


Link copied