আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

দ্রুতযান-পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রা বাতিল

শনিবার, ৯ জুলাই ২০২২, দুপুর ০১:৫৪

Advertisement Advertisement

ডেস্ক: শিডিউল বিপর্যয়ে দ্রুতযান এক্সপ্রেসের রাত ৮টা ও পঞ্চগড় এক্সপ্রেসের রাত ১০টা ৪৫ মিনিটের ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

শনিবার (৯ জুলাই) বেলা সোয়া ১১টায় নিজ কার্যালয়ে একথা জানান কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার। এছাড়া বাতিল হওয়া পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের বিকল্প ট্রেনে পাঠানো হবে বলেও জানান তিনি।

ভোরে থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেছে, নির্দিষ্ট সময়ে ছাড়ছে না কোনো ট্রেনই। উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতেই সবচেয়ে বেশি শিডিউল বিপর্যয় দেখা গেছে। কোনো কোনো ট্রেন দুই-তিনবারও সময় পরিবর্তন করেছে। স্টেশনে গিয়ে দেখা যায়, টিকিট কাটা যাত্রীরা সবাই প্ল্যাটফর্ম ও স্টেশন চত্বরে বসে আছেন। ক্লান্ত শরীর নিয়ে অনেককে ঘুমাতে দেখা গেছে।

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ছাড়ার কথা ছিল শুক্রবার (৮ জুলাই) রাত ১০টা ৪৫ মিনিটে। রাতে এসে যাত্রীরা দেখেন ট্রেন ছাড়ার নতুন সময় ভোর ৫টায়। তাই অনেকে বাসায় চলে যান। ভোর ৫টার আগে এসে আবার দেখতে পান ট্রেন ছাড়ার সময় দেয়া সকাল ৯টায়।

যাত্রীরা বলেন, রাতে ট্রেন ছাড়ার কথা থাকলেও ছাড়েনি। সকালে এসেও দেখি একই অবস্থা। কখন ছাড়বে তা নিশ্চিত নয়। অপেক্ষার যেন শেষ নেই। ঈদের আগে বাড়ি গিয়ে পৌঁছাতে পারব কি না জানি না।

তাদের সঙ্গে কথা বলতে বলতেই পঞ্চগড় এক্সপ্রেসের নতুন সময়সূচি বোর্ডে দেখা যায়। সকাল ৯টা পরিবর্তন করে সময় দেয়া হয় সকাল ১০টা ১৫ মিনিট। এরপর আবার পাল্টানো হয়। এবার জানানো হয় বাতিলের কথা।

মন্তব্য করুন


Link copied