স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নানান কর্মসূচির মধ্য দিয়ে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধায় যথাযথ মর্যাদায় নীলফামারীতে জেল হত্যা দিবস পালন করেছে জেলা আওয়ামীলীগ। শুক্রবার(৩ নবেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা শহরের চৌরঙ্গী মোড়ের দলীয় কার্যালয় থেকে র্যালী শহর প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্বরে মিলিত হয়। সেখানে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর বঙ্গবন্ধু চত্বরে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুর ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ প্রমুখ।
সভায় আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।