আর্কাইভ  বুধবার ● ১৯ নভেম্বর ২০২৫ ● ৫ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ১৯ নভেম্বর ২০২৫
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিচার ও সাজা ন্যায়সঙ্গত নয়: অ্যামনেস্টি

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিচার ও সাজা ন্যায়সঙ্গত নয়: অ্যামনেস্টি

দণ্ডিত ব্যক্তির বক্তব্য প্রচার না করার অনুরোধ এনসিএসএর

দণ্ডিত ব্যক্তির বক্তব্য প্রচার না করার অনুরোধ এনসিএসএর

রায় এবং সাজা মৌলিক সত্যকে পুনঃনিশ্চিত করেছে : প্রধান উপদেষ্টা

রায় এবং সাজা মৌলিক সত্যকে পুনঃনিশ্চিত করেছে : প্রধান উপদেষ্টা

‘অন্তরটা ঠান্ডা হৈল’! হাসিনার ফাঁসির সাজা শুনে খুশি আবু সাঈদের বাবা

‘অন্তরটা ঠান্ডা হৈল’! হাসিনার ফাঁসির সাজা শুনে খুশি আবু সাঈদের বাবা

নিজ বাড়ি থেকে আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার

শনিবার, ৪ অক্টোবর ২০২৫, রাত ১১:৩৬

Advertisement

নিউজ ডেস্ক: নাটোরে নিজ বাড়ি থেকে ভাস্কর বাগচি (৪৮) নামক এক আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে নাটোর পৌরসভার লালবাজার মহল্লা থেকে মরদেহটি উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিহত ভাস্কর বাগচি ওই এলাকার চান্দু বাগচির ছেলে। তিনি নাটোর জজ কোর্টের আইনজীবী ও সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে কর্তব্যরত ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, রাতে পরিবারের লোকজন ভাস্কর বাগচিকে ঘরে দেখতে না পেয়ে খোঁজখুঁজি শুরু করেন। পরে নিজ বাড়ির সিঁড়ির রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভাস্কর বাগচি গলায় গামছা বা রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের পরই নিশ্চিতভাবে বলা যাবে এটি আত্মহত্যা না অন্য কিছু।  পাশাপাশি আত্মহত্যার পেছনের কারণও তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।

মন্তব্য করুন


Link copied