আর্কাইভ  শনিবার ● ২৩ আগস্ট ২০২৫ ● ৮ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২৩ আগস্ট ২০২৫
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

♦ যোগাযোগ রাখছেন কেন্দ্রেও
♦ নির্বাচনে আগ্রহীরা ঘুরছেন এলাকায়
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা
মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

নীলফামারী মেডিক্যাল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে সড়ক অবরোধ

রবিবার, ১৬ মার্চ ২০২৫, রাত ০৯:৫৩

Advertisement Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারী মেডিক্যাল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের চৌরঙ্গী মোড়ে দুই ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি পালিত হয়। এ সময় ওই পথের সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
নীলফামারীর সর্বস্তরের জনগণ ও শিক্ষার্থীবৃন্দের ব্যানারে অনুষ্ঠিত কর্মসূচিতে নীলফামারী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধিক মানুষ অংশ নেয়।
এসময় আন্দোলনকারীরা চৌরঙ্গী মোড়ের চারদিকের সড়কে ব্যারিকেট তৈরী করে সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ সমাবেশ করেন।
বক্তৃতা দেন জেলা বিএনপির সহ সভাপতি মাহাবুব উর রহমান, সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ, ড্যাবের জেলা সভাপতি ডাঃ মো. সোহেলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মোর্শেদ আজম, জেলা জিয়া পরিষদের আহবায়ক আবু সাদেক চৌধুরী, নীলফামারী মেডিক্যাল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী অর্পিতা চৌধুরী, ৪র্থ বর্ষের শিক্ষার্থী কাজী রাহাতুল জান্নাত, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহা প্রমুখ।
নীলফামারী মেডিক্যাল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী অর্পিতা চৌধুরী তার বলেন, ‘নীলফামারী মেডিক্যাল কলেজটি ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। শুরুর দিকে কিছু জনবল ও অবকাঠামোগত  ঘাটতি থাকলেও শিক্ষার্থী ও শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্ঠায় রাজশাহী মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত পেশাগত পরীক্ষাগুলোতে নীলফামারী মেডিক্যাল কলেজ বরাবরই প্রশংসনীয় ফলাফল অর্জন করেছে। বিশেষভাবে ২০২১-২২ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত প্রথম পেশাগত পরীক্ষায় ২৪টি মেডিক্যাল কলেজের মধ্যে পাশের হারে নীলফামারী মেডিক্যাল কলেজ প্রথম স্থান অর্জন করে। এসব বিবেচনায় নীলফামারী মেডিক্যাল কলেজ কোনোভাবেই মানহীন তালিকায় আসতে পারে না।’বক্তারা বলেন, ‘এই সরকারের কাজ হলো দ্রæত নির্বাচন দিয়ে ফিরে যাওয়া। তারা সেটি না করে নীলফামারীতে প্রতিষ্ঠিত মেডিক্যাল কলেজটি নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে। নীলফামারীর জনগণ এটা কোনোভাবেই মেনে নিবে না।’
 নীলফামারী মেডিক্যাল কলেজ বন্ধের ষড়যন্ত্রকারীদের কঠোর হুশিয়ারী উচ্চারণ করে জেলা বিএনপির সহসভাপতি মাহাবুব উর রহমান বলেন, ‘এমন সিদ্ধান্ত নেয়া হলে সেদিন থেকে নীলফামারী জেলা ব্লকেট ঘোষণা করে অচল করে দেওয়া হবে। সারা দেশের সঙ্গে বন্ধ করে দেয়া হবে, রেল পথ, সড়ক পথ ও আকাশ পথ।’
উল্লেখ্য যে, একই দাবিতে গত ৬ মার্চ নীলফামারীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।

মন্তব্য করুন


Link copied