স্টাফরিপোর্টার,নীলফামারী॥ বৈদ্যুতিক সট সার্কিটের আগুনে পুড়েছে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান। বুধবার(২২ মে) সোয়া ১২টার দিকে নীলফমারী শহরের চৌরঙ্গী মোড়স্থ সমবায় ব্যাংক মার্কেটে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই মার্কেটে থাকা আইডিয়াল হোমিও হলের বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। এতে আডিয়াল হোমিও হল, বৈশাখী সুইট, ঢাকা অটোসসহ পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা ব্যবসায়ীরা।
খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে নেওয়া ওই মার্কেটের প্রায় অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা পায়।