আর্কাইভ  বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫ ● ২৪ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫
একদিনের ব্যবধানে ৬৯০৬ টাকা বেড়ে স্বর্ণের দামে নতুন ইতিহাস

একদিনের ব্যবধানে ৬৯০৬ টাকা বেড়ে স্বর্ণের দামে নতুন ইতিহাস

ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম তৈরিতে লাইভ টিভি ও নেক্সট টিভিকে লাইসেন্স দেওয়া হয়েছে: তথ্য উপদেষ্টা

ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম তৈরিতে লাইভ টিভি ও নেক্সট টিভিকে লাইসেন্স দেওয়া হয়েছে: তথ্য উপদেষ্টা

বিএনপি নেতা আনিসুরের মৃত্যুতে তারেক রহমানের শোক

বিএনপি নেতা আনিসুরের মৃত্যুতে তারেক রহমানের শোক

রোববার ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা

রোববার ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা

নীলফামারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও নগদ অর্থ সহ বিভিন্ন উপকরণ বিতরণ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, বিকাল ০৬:০২

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ জেলা সদরে অগ্নিকান্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত ৬০টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(২৮ মার্চ) দুপুর ১২টার দিকে সদর উপজেলা পরিষদ চত্বরে এসব উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা মানুষকে সচেতন করতে মাইকিং করেছি, লিফলেট বিতরণ করেছি, কিন্তু আগুন ঠেকানো যাচ্ছে না। এক ঘণ্টার অগ্নিকান্ডে সারাজীবনের সঞ্চয় শেষ হয়ে যাচ্ছে। আগুন যাতে না লাগে সে ব্যপারে সচেতন হতে হবে। ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যরা খোঁজ রাখবেন কেউ কোনো অবৈধ বৈদ্যুতিক সংযোগ ব্যবহার করছে কি না। যদি করে থাকে দ্রুত তার বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করার আহবান জানান। 
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, দীপক চক্রবর্তী, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার বিরল রায়, টুপামারী ইউপি চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির, ইটাখোলা ইউপি চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির সহ ১৫টি ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। 
উল্লেখ যে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনের অগ্নিকান্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে দুই বান্ডিল করে মোট ১২১ বান্ডিল ঢেউটিন ও পরিবার প্রতি ছয় হাজার দুইশত টাকা করে করে মোট তিন লাখ ৭২ হাজার টাকা, উপজেলা পরিষদের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) আওতায় ৩০টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ২৪৪ জোড়া বেঞ্চ, ৮৫টি ফুটবল, ৩৪টি ভলিবল, ৫জন শিক্ষার্থীকে বাইসাইকেল, ২০টি হুইল চেয়ার ও ২০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে ১৫টি ইউনিয়নের চেয়ারম্যানদের ঈদ উপহার প্রদান করা হয়।

মন্তব্য করুন


Link copied