আর্কাইভ  মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫ ● ১১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

তদন্ত হবে আড়ি পাতার

রাজনৈতিক সরকার এ ব্যবস্থা ধরে রাখতে চায়
তদন্ত হবে আড়ি পাতার

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

নীলফামারীতে আরইআরএমপি’র ১৫০ জন নারীর মাঝে সঞ্চয়ের চেক বিতরণ

শুক্রবার, ৫ জুলাই ২০২৪, রাত ০৮:৩৯

Advertisement Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারী সদর উপজেলায় পল্লী কর্মসংস্থান ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির ১৫০ জন নারী কর্মীর সঞ্চয়কৃত ১ কোটি ৮০ লাখ ৩১ হাজার ৮০০ টাকার চেক বিতরণ করা হয়েছে। এতে প্রতিজন নারী সঞ্চয় হিসাবে পায় এক লাখ ২০ হাজার ২১২টাকা করে।
শুক্রবার(৫ জুলাই) সকাল ১০টার দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই চেক বিতরণ করেন প্রধান অতিথি নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। সরকারের দারিদ্র বিমোচন কর্মসূচিতে এলজিইডির অধীনে বাস্তবায়িত প্রকল্পে উপজেলার ১৫ ইউনিয়নে চার বছর মেয়াদে সড়ক রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ছিলেন এসব নারী।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান জ্যোর্তিময় রায়, নারী ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী, জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জেষ্ঠ সহকারী প্রকৌশলী আবু তৈয়ব মো. শামসুজ্জামান, সদর উপজেলা প্রকৌশলী বিরল রায় প্রমুখ। 
সদর উপজেলা প্রকৌশলী বিরল রায় জানান, পল্লী কর্মসংস্থান ও রক্ষণাবেক্ষণ কর্মসূচি-আরইআরএমপি-৩ এর আওতায় ২০২০ সালের মে মাস থেকে শুরু করে ২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত রক্ষণাবেক্ষণ কর্মূচিতে নিয়োজিত ছিলেন এসব নারী। চার বছরে আয় থেকে প্রতিজনের সঞ্চয় জমা হয়েছে এক লাখ ২০ হাজার ২১২টাকা করে। সে হিসেবে ১৫০ জনের মাঝে মোট ১ কোটি ৮০ লাখ ৩১ হাজার ৮০০ টাকার চেক বিতরণ করা হয়। এই অর্থ তারা কর্মসংস্থানের জন্য ব্যয় করবেন। 

মন্তব্য করুন


Link copied