আর্কাইভ  শনিবার ● ২২ নভেম্বর ২০২৫ ● ৮ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২২ নভেম্বর ২০২৫
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের দাপট

পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের দাপট

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

নীলফামারীতে ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের মানববন্ধন

বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩, বিকাল ০৭:০৬

Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ স্বীকৃতি প্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট নীলফামারী জেলা ইউনিটের নেতারা। আজ বুধবার(২২ ফেব্রুয়ারী) দুপুরে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ এর কাছে এই স্মারকলিপি হস্তান্তর করেন তারা। এ সময় সংগঠনের জেলা সভাপতি কাজী আবু মুসা ভুইয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
এরআগে জেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে মানববন্ধন সমাবেশে মিলিত হন জেলার বিভিন্ন মাদরাসার তিন শতাধিক শিক্ষক। এতে বক্তব্য দেন আজাহারুল ইসলাম, রবিউল ইসলাম, আবুল হোসেন, তরিকুল ইসলাম, মিজানুর রহমান, আব্দুল গণি, রফিকুল ইসলাম, বদরুল আলম, আবু বক্কর সিদ্দিক প্রমুখ। 
বক্তারা উল্লেখ করেন, নিবন্ধিত হওয়ার পর শিক্ষা মন্ত্রনালয়ের বিধি মোতাবেক প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়ে আসছে। ১৯৯৪সালে এসব মাদরাসা এবং বেসরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষকদের ৫০০ টাকা বেতন নির্ধারণ করা হয় কিন্তু ২০১৩সালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বেসরকারী প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করেন কিন্তু ইবতেদায়ী মাদরাসাগুলো জাতীয়করণ থেকে বঞ্চিত হয়। এসব মাদরাসার শিক্ষকরা নুন্যতম বেতনে পাঠদান করাচ্ছেন। এই বেতনে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন মাদরাসা সংশ্লিষ্ঠরা। 
নীলফামারী জেলা ইউনিটের সভাপতি কাজী আবু মুসা ভুইয়া বলেন, ২০১৮সালের জানুয়ারী মাসে জাতীয় প্রেসকাবের সামনে আমরা অবস্থান কর্মসুচীতে মিলিত হয়েছিলাম, সে সময়ে সরকারের পক্ষ্য থেকে আমাদের দাবী মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছিলো কিন্তু আদৌ আলোর মুখ দেখেনি। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমাদের আহবান বেসরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোর মত আমাদের মাদরাসাগুলোও জাতীয় করণের ঘোষণা দেবেন। তিনি বলেন, আগামী ৫মার্চের মধ্যে আমাদের দাবী বাস্তবায়ন না হলে ৬মার্চ থেকে ঢাকায় লাগাতার অবস্থান কর্মসুচী পালন করা হবে পরিবার পরিজন নিয়ে। 

মন্তব্য করুন


Link copied