স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে নীলফামারীতে কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা কৃষকদলের আহবায়ক মগনি মো. মাসুদুল আলম দুলালের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক জহুরুল আলম।
জেলা কৃষকদলের সদস্য সচিব অধ্যাপক ওয়ালিউর রহমান হেলালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষকদলের সভাপতি শেফাউল আলম চৌধুরী লুলু, সাধারন সম্পাদক নুরুজ্জামান নুরু, ডোমার শাখার সভাপতি আফজাল হোসেন চৌধুরী হিরু, সাধারন সম্পাদক প্রভাষক গোলাপ হোসেন, ডিমলা শাখার সভাপতি নূর আলম, সাধারন সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জলঢাকা শাখার সভাপতি আমজাদ হোসেন, সাধারন সম্পাদক শাহীন চৌধুরী প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনার তার শাসনামলে নানা অনিয়ম দূর্নীতির মাধ্যমে দেশের সকল সেক্টর ধ্বংস করে দিয়েছে। সেই কৃষি খাতকেও ধ্বংস করেছে। কৃষকদের মেরুদ- ভেঙ্গে দিয়েছে।
এসময় নীলফামারী পৌর কৃষকদলের সভাপতি আসাদ্দোদৌলা ডলার, সাধারন সম্পাদক মুকুল হোসেন, সদর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি দুলু হোসেন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ডোমার পৌর শাখার সভাপদি রেজাউল আলম, জলঢাকা পৌর শাখার সভাপতি মো. নুরুন্নবী, সাধারন সম্পাদক মাহাতাব উদ্দিন মাস্টার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।