স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি নীলফামারী জেলা শাখার কেমিস্ট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ আগষ্ট) সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শহরের আশা কমিউনিটি সেন্টারে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নীলফামারী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি প্রকৌশলী এস.এম সফিকুল আলম ডাবলু সভাপতিত্ব করেন।
সদর উপজেলা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) সভাপতি মাসুদ রানা মাসুমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী মনিরুজ্জামান মন্টু, সৈকত ফার্মেসীর স্বত্বাধিকারী সুমন হোসেন, কেমিস্ট ডা. রেজাউল করিম প্রামাণিক, শফিকুল ইসলাম, রেজাউল করিম স্বপন, জরুহুল ইসলাম, নুরুজ্জামান সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা মীজানুর রহমান, শাকিল আহমেদ, লতিফুল হক করিম, আজমেরী আহমেদ সম্রাট প্রমুখ।
এসময় বক্তারা, সমিতির বর্তমান কমিটির বিরুদ্ধে অনিময় দূর্নীতির বিষয়গুলি তুলে ধরেন। নিজেদের নানা সমস্যা ও তা সমাধানে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরে সরকারি সকল নিয়ম মেনে ওষুধ ক্রয় বিক্রয় করার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানান।
সম্মেলনে শেষে উপস্থিত সকল কেমিস্টদের মতামতের ভিত্তিতে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি নীলফামারী জেলা শাখার পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এছাড়াও আগামী ২-৩ দিনের মধ্যে সকলের সম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হবে বলেও সম্মেলনে জানানো হয়।