স্টাফরিপোর্টার,নীলফামারী॥ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আশরাফুল আলম জার্মান (১৮)। যাত্রীবেশে ছিনতাইকারীরা তার গলা কেটে ইজিবাইকটি নিয়ে পালিয়ে গেছে। ইজিবাইক চালক আশরাফুল নীলফামারীর সৈয়দপুর শহরের মিস্ত্রিপাড়া এলাকার হায়দার আলীর ছেলে।
জানা যায়, মঙ্গলবার(৪ জুন) রাত সাড়ে ১১টার দিকে সৈয়দপুর শহর থেকে যাত্রীবেশে চার ছিনতাইকারী আশরাফুলের ইজিবাইকে ওঠে। তারা শহরের বিভিন্ন স্থান ঘুরে ফতেজংপুরে যাওয়ার জন্য চান্দিয়ার ব্রিজের দিকে যায়। ব্রিজের কাছে গিয়ে তারা আশরাফুলের গলা কেটে হত্যার চেষ্টা করে এবং ইজিবাইক ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে ভুট্টাখেত থেকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। আশরাফুলকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় রাত সাড়ে ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সৈয়দপুর থানার ওসি শাহা আলম বলেন, ঘটনাটি সৈয়দপুর ও দিনাজপুর সীমানার চিরিরবন্দর এলাকায় ঘটে। দুই থানার পুলিশসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চিরিরবিন্দর থানার পুলিশ আলামত সংগ্রহ করেছে। সৈয়দপুর ও চিরিরবন্দর থানার পুলিশ যৌথভাবে ঘটনাটি তদন্ত করছে।