আর্কাইভ  সোমবার ● ৬ অক্টোবর ২০২৫ ● ২১ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ৬ অক্টোবর ২০২৫
ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল-ভারতে নিহত ৬৭

ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল-ভারতে নিহত ৬৭

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐকমত্য: আলী রীয়াজ

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐকমত্য: আলী রীয়াজ

বিএনপির সঙ্গে গোয়েন লুইসের বৈঠক, নির্বাচন-রোহিঙ্গা বিষয়ে আলোচনা

বিএনপির সঙ্গে গোয়েন লুইসের বৈঠক, নির্বাচন-রোহিঙ্গা বিষয়ে আলোচনা

রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ৩০ লাখ টিকা প্রয়োগের প্রস্তুতি শুরু

রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ৩০ লাখ টিকা প্রয়োগের প্রস্তুতি শুরু

নীলফামারীতে জানো প্রকল্প চলমান রাখার আহবান

বুধবার, ৩ এপ্রিল ২০২৪, দুপুর ১২:৪৫

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ জয়েন্ট এ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের আয়োজনে এবং জেলা পুষ্টি সমন্বয় কমিটির সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, নীলফামারীতে জেলা পর্যায়ে জানো প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা প্রকল্পটি চলমান রাখার দাবি করেন। 
মঙ্গলবার(২ এপ্রিল) দুপুরে ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের রংপুর বিভাগীয় পরিচালক ডাঃ এ.বি.এম আবু হানিফ। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ মহাপরিচালক ডাঃ মোহাম্মদ মাহবুবুর  রহমান, সহকারী পরিচালক ডাঃ মোঃ আকতার ইমাম, কেয়ার বাংলাদেশ স্বাস্থ্য ও পুষ্টি কর্মসূচীর পরিচালক ডাঃ ইখতিয়ার উদ্দিন খন্দকার, নীলফামারী সিভিল সার্জন ও জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডাঃ মোঃ হাসিবুর রহমান। 
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুষ্টি সমন্বয় কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন ইউনয়নের চেয়ারম্যান, শিক্ষক, ছাত্র ছাত্রী, উপজেলা সিভিল সোসাইটির প্রতিনিধি, এস এমসির সদস্য, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন পর্যায়ের প্রকল্প সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ এবং কেয়ার বাংলাদেশ ও ইএসডিও’র প্রতিনিধিবৃন্দ। 
সভায় সভাপতিত্ব করেন জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নীলফামারী জানো প্রকল্পের ইএসডিও ও সহকারী প্রকল্প ব্যবস্থাপক পোরসিয়ার রহমান।
সভার শুরুতেই সভাপতি মহোদয় জানো প্রকল্পের মাঠ পর্যায়ে চলমান কর্মসূচী ও প্রকল্প শেষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির কার্যক্রম গুলো যাতে মাঠ পর্যায়ে চলমান থাকা এর করনীয় বিষয়গুলোর প্রতি সকলের অংশগ্রহন কামনা করেন। 
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ এ.বি.এম আবু হানিফ বলেন, জানো প্রকল্প সরাসরি সরকারের বিভিন্ন দপ্তরের সাথে মিশে কাজ করেছে যা আগামীতে তৃতীয় পুষ্টি পরিকল্পনায় বিশেষ ভূমিকা রাখবে। জেলা ও উপজেলা পুষ্টি কমিটির কাজ হবে, ভবিষ্যতে এই কাজ গুলো চলমান রাখা। তিনি জানো প্রকল্পের মেয়াদ আরো বাড়ানোর জন্য কেয়ার বাংলাদেশের পরিচালক-স্বাস্থ্য ও পুষ্টি কর্মসূচী, ডা: ইখতিয়ার উদ্দিন খন্দকারকে অনুরোধ করেন।
উল্লেখ যে, জানো প্রকল্পটি কেয়ার বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর একটি কনসর্টিয়াম প্রকল্প। এ প্রকল্পে অর্থায়ন করছে ইউরোপিয়ান ইউনিয়ন ও সহ-অর্থায়নে রয়েছে অস্ট্রিয়ান ডেভলপমেন্ট কোঅপারেশন। প্রকল্পটি রংপুর 
ও নীলফামারী জেলার গর্ভবতী ও দুগ্ধদানকারী মা, পাঁচ বছরের কম বয়সী শিশু এবং কিশোর-কিশোরীদের অপুষ্টি দূরীকরণের লে কাজ করেছে যা সরকারের দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্ম-পরিকল্পনা-২০১৬-২৫ অর্জনেও সহায়ক ভূমিকা পালন করেছে। 

মন্তব্য করুন


Link copied