আর্কাইভ  শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫ ● ২৫ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫
অনিশ্চয়তা বাড়ছে নির্বাচন নিয়ে?

অনিশ্চয়তা বাড়ছে নির্বাচন নিয়ে?

পুলিশ হয়ে গেছে এখন বানরের মতো, খাঁচায় বন্দি করে নাচাচ্ছে আমাদের’

পরিদর্শক তদন্তের মন্তব্য ‘
পুলিশ হয়ে গেছে এখন বানরের মতো, খাঁচায় বন্দি করে নাচাচ্ছে আমাদের’

ইসরায়েল থেকে তুরস্কে পৌঁছেছেন শহিদুল আলম

ইসরায়েল থেকে তুরস্কে পৌঁছেছেন শহিদুল আলম

রংপুরের পীরগাছায় একমাসে ১২টি ট্রান্সফরমার চুরি

রংপুরের পীরগাছায় একমাসে ১২টি ট্রান্সফরমার চুরি

নীলফামারীতে তৃণমুল বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী সহ দুইজনের মনোনয়নপত্র উত্তোলন

রবিবার, ২৬ নভেম্বর ২০২৩, রাত ১১:৫২

Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ দ্বাদশ সংসদ নির্বাচনের তফশিল ঘোষনার পর থেকে সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্রের ফরম দেয়া হচ্ছে। এ অবস্থায় ররিবার (২৬ নভেম্বর) নীলফামারী জেলা নির্বাচন অফিস থেকে দুইজন প্রার্থী মনোনয়নপত্রের ফরম উত্তোলন করেন। 
জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসন থেকে তৃণমুল বিএনপির প্রার্থী হিসাবে এ্যাডঃ এনকে আলম চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে নীলফামারী ২ (সদর) আসনে জয়নাল আবেদীন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
জানা যায়, তৃণমুল বিএনপির এই প্রার্থী এক সময় আওয়ামী লীগর একজন বলিষ্ঠ নেতা ছিলেন। পরে তিনি জাতীয় পার্টির হয়ে নীলফামারী-১ ও নীলফামারী-৩ আসনের দুইবারের সংসদ সদস্য ও নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন। জেলা জাতীয় পার্টির পক্ষে তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন চেয়ে না পেয়ে তৃণমুল বিএনপিতে যোগদান করে মনোনয়ন নিচিশ্চ করেন। 
নীলফামারী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র উত্তোলনকারী জয়নাল আবেদীন ৯০ দশকে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ছিলেন। ১৯৯৬ সালের সপ্তম সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে নির্বাচন করে জাপার প্রার্থীর কাছে সামান্য ভোটে পরাজিত হন। ২০০১ সালে অষ্টম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেলে তিনি জাপায় যোগদান করে সে সময় প্রার্থী হয়ে নৌকা প্রার্থীর আসাদুজ্জামান নুরের কাছে পরাজিত হন। এরপর তিনি স্বতন্ত্র হিসাবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৯ সালের জেলা পরিষদের নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। 
২০২৩ সালে জেলা পরিষদের নির্বাচনে তিনি আওয়ামী লীগে প্রার্থীর কাছে পরাজিত হন। এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নৌকার প্রার্থী টানা চারবারের সংসদ সদস্য আসাদুজ্জামান নুরের সাথে প্রতিদ্বন্দিতা করবেন।
অপর দিকে এনকে আলম চৌধুরীকে নীলফামারী-১ আসনে আওয়ামী লীগের দুইবারের সংসদ সদস্য আফতাব উদ্দিনের সাথে প্রতিদ্বন্দিতা করবেন। 

মন্তব্য করুন


Link copied