স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতের দুই আইনজীবীকে গ্রেপ্তার করেছে নীলফামারী সদর থানা পুলিশ। শুক্রবার (৮ আগষ্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়। এরআগে বৃহস্পতিবার (৭ আগষ্ট) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুই আইনজীবী হলেন নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুরের বাসিন্দা নীলফামারী জেলা আওয়ামী প্রজন্ম লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট সেলিম শাহ (৪০) ও জেলার ডিমলা সদর ইউনিয়নের তিতপাড়া গ্রামের বাসিন্দা ও আওয়ামী আইনজীবী পরিষদের নেতা অ্যাডভোকেট তৈয়বুর রহমান (৩৫)।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ওসি এম,আর সাঈদ জানান, রাজনৈতিক ও ভাংচুরের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।