আর্কাইভ  বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫ ● ২৪ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫
জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

একদিনের ব্যবধানে ৬৯০৬ টাকা বেড়ে স্বর্ণের দামে নতুন ইতিহাস

একদিনের ব্যবধানে ৬৯০৬ টাকা বেড়ে স্বর্ণের দামে নতুন ইতিহাস

ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম তৈরিতে লাইভ টিভি ও নেক্সট টিভিকে লাইসেন্স দেওয়া হয়েছে: তথ্য উপদেষ্টা

ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম তৈরিতে লাইভ টিভি ও নেক্সট টিভিকে লাইসেন্স দেওয়া হয়েছে: তথ্য উপদেষ্টা

বিএনপি নেতা আনিসুরের মৃত্যুতে তারেক রহমানের শোক

বিএনপি নেতা আনিসুরের মৃত্যুতে তারেক রহমানের শোক

নীলফামারীতে দুইদিন ব্যাপী তথ্যমেলা, সেবা মিলছে ৪৪ টি সরকারি-বেসরকারি দপ্তরের

সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪, বিকাল ০৭:৩৪

Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারী জেলা শহরের শহীদ মিনার মাঠে দুইদিন ব্যাপী তথ্য মেলায় এ জেলার ৪৪টি সরকারি-বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের তথ্য ও সেবা পাওয়া যাচ্ছে। শহর ও গ্রামের মানুষজন তথ্য ও সেবা পেতে মেলায় ভিড় করছে। 
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় তথ্য অধিকার আইন, ২০০৯ স¤পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং জনগণের তথ্য অধিকারকে সুপতিষ্ঠিত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচিসহ দুই দিনব্যাপী তথ্যমেলার অনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হয়। জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক), নীলফামারীর যৌথ উদ্যোগে এ মেলার অয়োজন করা হয়। ফিতা কেটে তথ্যমেলার শুভ উদ্বোধন করেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তফা মঞ্জুর সহ জেলার পদস্থ কর্মকর্তাবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্টল পরিদর্শণ করেন এবং সকল প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সকল তথ্য স্ব-প্রণোদিতভাবে প্রকাশ ও প্রচার নিশ্চিত করার আহবান জানান। এরপর, মেলা প্রাঙ্গণে দুর্নীতিবিরোধী স্বাক্ষর প্রদান করেন জেলা প্রশাসকসহ পদস্থ কর্মকর্তাবৃন্দ। 
তথ্য মেলার প্রথম দিন ‘তথ্যের অবাধ প্রবাহই পারে দুর্নীতি রুখতে” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন নীলফামারী সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজ এর দুটি চৌকস দল। মেলায় সনাক ও ইয়েস গ্রুপের স্টলে হাতে-কলমে তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণ করা শেখানো হচ্ছে। এছাড়া মেলায় দুর্নীতিবিরোধী কুইজ প্রতিযোগিতা ও  বিকালে রয়েছে সাংস্কৃতিক সন্ধ্যা।
তথ্য মেলার শেষ দিন  আগামীকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) মেলা চত্বরে অনুষ্ঠিত হবে গণশুনানি। এতে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি তাদের সেবাসংক্রান্ত বিষয় উপস্থাপন করবেন এবং উপস্থিত নাগরিকগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন। এ ছাড়া চিত্রাঙ্কণ প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে। 

মন্তব্য করুন


Link copied