আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

নীলফামারীতে পৃথক দুর্ঘটনায় নিহত তিন 

সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪, দুপুর ০১:০২

Advertisement Advertisement

স্টাফ রির্পোটার,নীলফামারী॥ নীলফামারীতে রেলপথ ও সড়ক পথে পৃথক পৃথক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার(৯ডিসেম্বর) সকালে নীলফামারী সদর উপজেলার ঢেলাপীর বাজার সংলগ্ন ইকু জুটমিলের সামনে ও পৌর এলাকার গাছবাড়ী রেল ক্রসিংয়ের পাশে এবং রবিবার(৮ ডিসেম্বর) রাতে ডোমার উপজেলার বোড়াগাড়ীর ডোমার-গোমনাতী সড়কে কালার মোড় এলাকায় এই দুর্ঘটনাগুলি ঘটেছে। 
নিহতরা হলেন, নীলফামারী পৌসসভার বাড়াইপাড়ার মৃত বাতাসু বর্মনের ছেলে বিমল চন্দ্র রায়(৬০), সৈয়দপুর উপজেলার চৌমুহনী বাড়াইশাল মাঝাপাড়া এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে আলমগীর হোসেন (১৭) ও ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইদার ইসলামের ছেলে বুলবুল ইসলাম(২৬)। 
পুলিশ জানায়, সোমবার সকালে সাড়ে ৬ টার দিকে চিলাহাটি থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বিমল চন্দ্র রায় নামে এক ব্যক্তি মারা যান। সকাল সাড়ে ৮ টার দিকে ঢেলাপীর বাজার সংলগ্ন ইকু জুটমিলের পাশ্বে নীলফামারী থেকে সৈয়দপুরগামী পাকা রাস্তার উপর অজ্ঞাত যানবাহনের সাথে দুর্ঘটনায় কবলিত হয়ে ঘটনাস্থলে আলমগীর হোসেনে মৃত্যু হয়। 
অপরদিকে রবিবার রাতে ডোমার-গোমনাতী সড়কে কালার মোড় তিনটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনা মোটরসাইকেলে থাকা ৭ আরোহী আহত হন। গুরুতর আহত অবস্থায় বুলবুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। 
বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন নবী, নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এম আর সাঈদ ও ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুল ইসলাম। 

মন্তব্য করুন


Link copied